Ejaz Lakdawala

জালে দাউদের প্রাক্তন শাগরেদ

গত মাসে মুম্বই বিমানবন্দর থেকে ইজ়াজ়ের মেয়ে সনিয়াকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

স‌ংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ০২:৫৯
Share:

ইজাজ় লাকড়াওয়ালা

কুখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিম ও ছোটা রাজনের দীর্ঘকালের সঙ্গী ছিল সে। দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে খুন, সংঘর্ষ, জুলুমবাজির ২৫টির বেশি মামলা ঝুলছে তার নামে। বুধবার রাতে পটনা থেকে সেই ইজাজ় লাকড়াওয়ালাকে গ্রেফতার করল মুম্বই পুলিশ।

Advertisement

গত মাসে মুম্বই বিমানবন্দর থেকে ইজ়াজ়ের মেয়ে সনিয়াকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, সনিয়ার ছক ছিল দিল্লি থেকে নেপাল হয়ে সংযুক্ত আরব আমিরশাহি চলে যাওয়া। সে জন্য ভুয়ো তথ্য দিয়ে পাসপোর্ট জোগাড় করেছিল সে। কিন্তু তার আগেই মুম্বই পুলিশের জালে পড়ে ওই তরুণী। সনিয়াকে জেরা করেই ইজাজ়কে গ্রেফতার করেছে পুলিশ। আজ মুম্বই পুলিশের এক অফিসার সন্তোষ রস্তৌগী বলেছেন, ‘‘গত ছ’মাস ধরে আমরা ইজাজ়কে গ্রেফতারের চেষ্টা করছি। ২৮ ডিসেম্বর তার মেয়ে সনিয়া ধরার পড়ার পরে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসে আমাদের হাতে। সূত্রের মারফত জানতে পারি, ইজাজ় বুধবার পটনা যাবে। আমরা গত কাল রাতে তাকে সেখানেই গ্রেফতার করি।’’

১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণে মূল অভিযুক্ত দাউদের ঘনিষ্ট সঙ্গী ছিল ইজাজ়। মুম্বই বিস্ফোরণের পরে দাউদের দল ভেঙে যাওয়ায় ছোটা রাজনের দলে ভিড়ে যায় সে। ২০০৩ সালে এক বার গুজব ছড়িয়েছিল, দাউদের সঙ্গ ছাড়ায় ইজাজ়কে খুন করে ফেলা হয়েছে। যদিও পরে জানা যায় তা ভুল। বছর দশেক আগে ছোটা রাজনের গ্যাং থেকে বেরিয়ে নিজের দল তৈরি করে ইজ়াজ। টাকা আদায়ের জন্য হুমকি দিতে থাকে ব্যবসায়ী, হোটেল মালিকদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement