দলিত মহিলাকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ছবি: ভিডিয়ো থেকে সংগৃহীত।
প্রকাশ্যে এক দলিত মহিলাকে মারধর! অভিযুক্ত পুলিশ। বিহারের সীতামঢ়ীর ঘটনা। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিহার সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধী বিজেপি। আনন্দবাজার অনলাইন ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। পুলিশ জানিয়েছে, কেউ দোষ করলে শাস্তি পাবেন।
ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তায় দুই মহিলার বচসা চলছিল। সেখানে এক দলিত মহিলাকে মারধর করছে পুলিশ। যিনি মারধর করছেন, তাঁর গায়ে উর্দি রয়েছে। তাঁর নাম রাজকিশোর সিংহ। সীতামঢ়ীর পুলিশ সুপার মনোজকুমার তিওয়ারি জানিয়েছেন, ওই অফিসার যদি দোষী সাব্যস্ত হন, তা হলে উপযুক্ত শাস্তি পাবেন।
বিজেপির জাতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা এই নিয়ে আঙুল তুলেছেন বিহারে নীতীশ কুমারের সরকারের দিকে। তিনি জানান, বিহারে অপরাধীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং সাধারণ মানুষকে লাঠি মারা হচ্ছে। তিনি এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, ‘‘বিহারে দলিত মহিলাকে মারধর করা হচ্ছে! মহিলা, অঙ্গনওয়াড়ি কর্মী, কৃষক, শিক্ষক, এখন দলিতদেরও মারধর করা হচ্ছে বিহারে। নীতীশ-লালুর বিহারে জঙ্গলরাজ চলছে। অপরাধী, গুণ্ডাদের ছাড় দেওয়া হচ্ছে অথচ সাধারণের জন্য লাঠি, গুলি। যাঁরা বলেন দলিতের জীবনও গুরুত্বপূর্ণ, সেই রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা কোথায়?’’