corona

India coronavirus: দেশে সামান্য বাড়ল করোনা সংক্রমণ, এক দিনে আক্রান্ত ১,২৬০, মৃত ৮৩

দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। দৈনিক সংক্রমণের হার ০.২৪ শতাংশ। অন্য দিকে, করোনা থেকে সুস্থতার হার এখন ৯৮.৭৬ শতাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২২ ১২:০৫
Share:

গত ২৪ ঘণ্টায় দেশে ৫,২৮,০২১টি নমুনা পরীক্ষা হয়েছে।

গত কয়েক দিনের চেয়ে দেশে সামান্য বাড়ল করোনাভাইরাস সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হলেন ১,২৬০ জন। দেশে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪,৩০,২৭,০৩৫। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে মৃত্যু হয়েছে মোট ৮৩ জনের। শনিবার এমনই তথ্য জানা গেল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিনে।

Advertisement

স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন জানাচ্ছে, দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। দৈনিক সংক্রমণের হার ০.২৪ শতাংশ। অন্য দিকে, করোনা থেকে সুস্থতার হার এখন ৯৮.৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১,৪০৪ জন। শুক্রবার দেশব্যাপী ৫,২৮,০২১টি নমুনা পরীক্ষা হয়েছে। সব মিলিয়ে ৭৯ কোটি ২ লক্ষ নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত দেশে ১৮৪.৫২ কোটি করোনা টিকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement