Coronavirus

India coronavirus: একদিনে ১,২২৫ জন করোনা আক্রান্ত দেশে, মোট করোনা রোগীর সংখ্যা কমে ১৪ হাজার

এক দিনে ছ’লক্ষ সাত হাজার ৯৮৭ করোনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ০.২০ শতাংশের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২২ ১০:৪১
Share:

প্রতীকী ছবি।

দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আরও কমল। দেশে একদিনে করোনা আক্রান্ত হলেন এক হাজার ২২৫ জন। কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। দেশে এখন ১৪ হাজার ৩০৭ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। সংখ্যাটি আগের দিনের তুলনায় প্রায় চারশো কম।

Advertisement

দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায় এই মুহূর্তে সবার আগে রয়েছে কেরালা। তারপরেই দিল্লি, মহারাষ্ট্র এবং মিজোরাম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ জন করোনায় মারা গিয়েছেন। তবে এদের মধ্যে ১৭ জন কেরলে আগেই মারা গিয়েছিলেন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সেরে উঠেছেন এক হাজার ৫৯৪ জন। এক দিনে ছ’লক্ষ সাত হাজার ৯৮৭ করোনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ০.২০ শতাংশের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। গত এক দিনে দেশে ২২ লক্ষ ২৭ হাজার ৩০৭ জনের টিকাকরণ হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement