প্রতীকী ছবি।
দৈনিক করোনা সংক্রমণ আবার উর্ধ্বমুখী। ২৪ ঘণ্টায় দেশে ২৭১০ জন করোনা আক্রান্ত হলেন। তাল মিলিয়ে বাড়ল ভারতের মোট করোনা রোগী সংখ্যাও। দেশে এখন ১৫৮১৪ জন করোনা রোগী রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, যা আগের দিনের তুলনায় ঠিক ৪০০ বেশি।
এই সপ্তাহের সাপ্তাহিক করোনা আক্রান্তের হার ছিল ০.৫২ শতাংশ। শুক্রবারের পরিসংখ্যান বলছে সংক্রমণের হার অর্থাৎ মোট করোনা পরীক্ষার নিরিখে আক্রান্তের অনুপাত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে দেশে। এর মধ্যে কেরলের অনথিভুক্ত ১২টি মৃত্যু রয়েছে।
একদিনে দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২৯৬ জন। একদিনে সংক্রমণের হিসেবে সবার আগে রয়েছে কেরল। তার পর যথাক্রমে মহারাষ্ট্র এবং দিল্লি রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে।