কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১ জনের। ফাইল চিত্র
মঙ্গলবার কোভিড আক্রান্তের সংখ্যা দু’হাজারের নীচে নেমে এলেও গত ২৪ ঘণ্টায় আবার তিন হাজার ছাড়াল সংক্রমিতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩,২০৫ জন যা আগের দিনের তুলনায় ২৪.৮ শতাংশ বেশি। মঙ্গলবার সংক্রমিতের সংখ্যা ছিল ২,৫৬৮। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ০.৯৮ শতাংশ।
ওমিক্রনের এক্সই শাখা-প্রজাতির করোনা ভাইরাসের নমুনা ভারতের কোভিড সংক্রমিতদের শরীরে পাওয়া গিয়েছে বলে নিশ্চিত ভাবে জানিয়ে দিল সার্স কোভ-২ জিনোমিক্স কনসর্টিয়াম (ইনসাকগ)। সাম্প্রতিক অভিজ্ঞতার ভিত্তিতে ব্রিটেনের বিশেষজ্ঞরা বলেছেন, ভারতে এখনও পর্যন্ত ওমিক্রনের যে শাখা-প্রজাতিগুলি পাওয়া গিয়েছে, তাদের চেয়ে এক্সই-কে বেশি মারাত্মক বলে মনে হচ্ছে না। অর্থাৎ, এক্সই এ দেশে ঢুকে পড়লেও তা বিশেষ ছড়াতে পারেনি।
বর্তমানে সারা দেশে মোট ১৮৯ কোটি ৪৮ লক্ষ এক হাজার ২০৩ টিকাকরণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২,৮০২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১ জনের। এর মধ্যে কেরলেই মৃতের সংখ্যা ২৯। মহারাষ্ট্র ও দিল্লিতে মৃত্যু হয়েছে এক জনের। এখনও দেশে সংক্রমণের শীর্ষে রয়েছে দিল্লি। গত ২৪ ঘণ্টায় ১,৪১৪ জন আক্রান্ত হয়েছেন। এর পরে রয়েছে হরিয়ানা (৫০৫), উত্তরপ্রদেশ (৩৩১) ও কেরল (২৯৬)।