দৈনিক সংক্রমণের তালিকায় কেরলকে ছাপিয়ে মহারাষ্ট্র এখন শীর্ষে। ফাইল চিত্র
মঙ্গলবার দেশে কোভিডে সংক্রমিতের সংখ্যা ১১ হাজারের গণ্ডি পেরোলেও বুধবার সেই সংখ্যা এক ধাক্কায় আরও কিছুটা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪,৫০৬। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১১,৭৯৩। রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির দিকে নজর দিলে দেখা যায়, দৈনিক সংক্রমণের তালিকায় কেরলকে ছাপিয়ে মহারাষ্ট্র এখন শীর্ষে। মহারাষ্ট্রে দৈনিক সংক্রমিতের সংখ্যা তিন হাজার পার করেছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে দৈনিক সংক্রমিতের সংখ্যা ৩,৪৮২। কেরলেও দৈনিক আক্রান্তের সংখ্যা তিন হাজার ছুঁইছুঁই। কেরলে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ২,৯৯৩। এর পরে রয়েছে তামিলনাড়ু (১,৪৮৪), কর্নাটক (৯৬৮), পশ্চিমবঙ্গ (৯৫৪) ও দিল্লি (৮৭৪)।
গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার অনেকটাই বেড়ে হল ৩.৩৫ শতাংশ। মঙ্গলবার দৈনিক সংক্রমণের হার ছিল ২.৪৯ শতাংশ। কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩০। এর মধ্যে কেরলেই ১২ জন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। এ ছাড়া মহারাষ্ট্রে পাঁচ জন, দিল্লিতে চার জন, গোয়ায় তিন জন, বিহারে দু’জন, কর্নাটক, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং পঞ্জাবে এক জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ২৭। পরিসংখ্যান অনুযায়ী, কোভিডে আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ লক্ষ ২৫ হাজার ৭৭।
সারা ভারতে এখনও পর্যন্ত ১৯৭ কোটি ৪৬ লক্ষ ৫৭ হাজার ১৩৮ টিকাকরণ হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১১,৫৭৪ জন। এখনও পর্যন্ত দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন চার কোটি ২৮ লক্ষ আট হাজার ৬৬৬ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৫৬ শতাংশ।