Coronavirus in India

৫০ হাজারের নীচে আক্রান্ত, সঙ্কটে দিল্লি

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৮৬ হাজারের কাছাকাছি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২০ ০৫:৩৪
Share:

ছবি পিটিআই।

টানা তিন দিন দেশে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সংক্রমণের তৃতীয় ঢেউয়ের ধাক্কায় নাজেহাল দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ হাজারের কাছাকাছি, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে যা সর্বাধিক। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এক মাসেরও বেশি সময় যাবৎ দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেক বেশি। মৃত্যুর হার ১.৪৮ শতাংশ।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৮৬ হাজারের কাছাকাছি। এক দিনে সংক্রমিত ৩৮ হাজার ৭৩। সংক্রমণের নিরিখে শুরুতেই দিল্লি। স্বাস্থ্য সচিব রাজেশ ভুষণ জানিয়েছেন, দিল্লি সরকারকে ‘টার্গেট টেস্ট’-এর পরামর্শ দেওয়ার পরে তারা অতিরিক্ত ভিড় হয় এমন অঞ্চলগুলিতে পরীক্ষার মাত্রা বাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা কিছুটা কমায় কনটেনমেন্ট জ়োনের বাইরে বার, শপিং মল ও মাল্টিপ্লেক্স খোলার অনুমতি দিল পঞ্জাব সরকার। গবেষকেরা জানাচ্ছেন, শীতে দূষণের মাত্রা বাড়লে করোনা-পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই আসন্ন দিওয়ালিতে বেশির ভাগ রাজ্যই বাজি পোড়ানো নিষিদ্ধ করেছে।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ভারতে এখনও পর্যন্ত ১২ কোটির কাছাকাছি করোনা-পরীক্ষা হয়েছে। বিশ্বে ভারত দ্বিতীয় দেশ, যেখানে পরীক্ষার হার এত বেশি। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, এত বেশি মাত্রায় পরীক্ষা হলেও ভারতে আক্রান্তের হার ধীরে ধীরে কমছে। ভূষণ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মৃতের ৬২ শতাংশ মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, কেরল ও পঞ্জাবের।

Advertisement

করোনা আক্রান্ত হয়েছেন দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবী। তিনি টুইট করে বলেছেন, ‘‘শুটিং শুরুর আগে নিয়মমাফিক করোনা পরীক্ষা হয়। আমি পজ়েটিভ। তবে উপসর্গ না থাকায় গৃহ নিভৃতবাসে রয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement