সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনেই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রের। ছবি: রয়টার্স।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর! তাঁদের মহার্ঘ ভাতা বাড়ানো হল ২ শতাংশ হারে। বুধবার এই সিদ্ধান্তে সিলমোহর দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। গত জুলাই থেকে এই নয়া হার কার্যকর হবে।
নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্তের ফলে সুবিধা পাবেন ৪৮ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬০ লক্ষেরও বেশি পেনশনভোগী। বর্তমানে তাঁরা মূল বেতনের ৭ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিএ) পান। নয়া সিদ্ধান্তের ফলে তাঁদের ৯ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে।
সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত কার্যকর করা হল বলে জানিয়েছে কেন্দ্র। গত মার্চেই ৫ শতাংশ থেকে বাড়িয়ে কেন্দ্রীয় কর্মীদের ডিএ ৭ শতাংশ করা হয়েছিল।
আরও পড়ুন: প্রেম ভাঙাতে রাখি পরানোর ‘শাস্তি’ প্রিন্সিপালের, তিন তলা থেকে ঝাঁপ ছাত্রের
আরও পড়ুন: ভোটের আগে কি ভয়ে মোদী, প্রশ্ন বিরোধীদের
(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)