Cyclone

ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, এ বার ওড়িশায়, স্পষ্ট হবে তিন দিনে

সমুদ্রপৃষ্ঠের ০.৯ কিলোমিটার থেকে ৭.৬ কিলোমিটার উপরে দক্ষিণের দিকে ঝুঁকে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। ৩ দিনে বোঝা যাবে সেটি ঘূর্ণিঝড়ের আকার নেবে কি না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০২০ ১৮:৪৭
Share:

প্রতীকী ছবি।

আমপানের ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি। তার মধ্যেই ফের ঘূর্ণিঝড়ের শঙ্কার কথা শোনাল মৌসম ভবন। এ বার ওড়িশার উপকূলে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। আগামী তিন দিনের মধ্যে তার গতিপ্রকৃতি স্পষ্ট হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে বোঝা যাবে সেটি ঘূর্ণিঝড়ের আকার নেবে কি না।

Advertisement

সোমবার দুপুরে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, উত্তর ওড়িশা ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠের ০.৯ কিলোমিটার থেকে ৭.৬ কিলোমিটার উপরে দক্ষিণের দিকে ঝুঁকে অবস্থান করছে। আগামী তিন দিনে সেটি ধীরে ধীরে সেটি উত্তর-পশ্চিমের দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

গত ২০ মে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ওড়িশার উপকূলে আছড়ে পড়েছিল অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমপান। সেই ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল এ রাজ্যে। ঝড়ের তাণ্ডবে বহু বাড়িঘর ও গাছপালা ভেঙে পড়েছিল। মৃত্যু হয়েছিল ৮৬ জনের। বহু এলাকা বিদ্যুৎহীন ছিল কয়েক দিন পর্যন্ত। তার পর ৩ জুন মহারাষ্ট্রের উপকূলে আছড়ে পড়েছিল সাইক্লোন নিসর্গ। তবে নিসর্গ উপকূলে আছড়ে পড়ার সময় গতিবেগ অনেকটাই কমে গিয়েছিল বলে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

Advertisement

আরও পড়ুন: তুমুল বৃষ্টিতে ভাসবে উত্তরের ৫ জেলা, সতর্ক করল অবহাওয়া দফতর

আরও পড়ুন: শর্তসাপেক্ষে পুরীর রথযাত্রায় অনুমতি দিল সুপ্রিম কোর্ট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement