প্রতীকী ছবি।
ঘূর্ণিঝড় ইয়াস-এর ব্যাপক প্রভাব পড়তে পারে ওড়িশার তিন জেলায়। সেগুলো হল ময়ূরভঞ্জ, ভদ্রক এবং বালেশ্বর। রবিবার এ কথা জানিয়েছেন ওড়িশার মৌসম ভবনের সহ-অধিকর্তা উমাশঙ্কর দাস।
সংবাদ সংস্থা এএনআই-কে রবিবার তিনি বলেন, “আশা করছি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপটি আগামী ১২ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে। তার পর সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে। ২৬ মে সেটি ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবেশ করবে।”
তিনি জানান, উত্তর ওড়িশার কয়েকটি জেলায় এই ঝড়ের তীব্র প্রকোপ পড়ার সম্ভাবনা রয়েছে। ২৫ মে থেকেই ভদ্রক, বালেশ্বর, জয়পুর, কেন্দ্রাপড়া, জগৎসিংহপুর, কটক, খুরদা এবং পুরী, এই সব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ২৬ মে ময়ূরভঞ্জ এবং বালেশ্বরে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।