ছবি : টুইটার থেকে।
‘অশনি’ আতঙ্কের মধ্যেই হঠাৎ চাঞ্চল্য অন্ধ্র উপকূলে। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে সোনালি রঙের রথের মতো দেখতে একটি কাঠামো ভেসে আসতে দেখা গিয়েছে।
শ্রীকাকুলাম জেলার সুন্নাপাল্লী সৈকতে যখন ওই ‘রথ’টি দেখা যায়, তখন সম্ভাব্য ঝড়ের প্রস্তুতি তুঙ্গে সৈকতে। প্রায় ২০ ফুট লম্বা কাঠামোটিকে ভেসে আসতে দেখে সৈকতে থাকা নিরাপত্তারক্ষীরা এগিয়ে গিয়েছিলেন। তাঁরাই সমুদ্র থেকে উদ্ধার করে আনেন ‘রথ’টিকে। এখন কাঠামোটি কোথা থেকে ভেসে অন্ধ্রে এল, তাই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
অনেকেই কাঠামোটির স্থাপত্য দেখে রায় দিয়েছেন, সেটি নিশ্চিত ভাবেই মায়ানমার বা আশপাশের কোনও দেশের মন্দির থেকে ভেসে এসেছে। কারণ সোনালী রঙের রথটির কারুকাজ কিছুটা সেরকমই।
যদিও আরেকটি মহলের ধারণা ওই কাঠামোটি ভারতেরই কোনও সিনেমার সেটে ব্যবহারের জিনিস। উপকূলবর্তী এলাকায় সম্ভবত সেটি রাখা ছিল। ‘অশনি’র ঢেউয়ে সেটি অন্ধ্রের উপকূলে চলে আসে।