টানা দু’বার লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর ২০১৯ সালে দলীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেন রাহুল। —ফাইল চিত্র।
কংগ্রেসের সভাপতির দায়িত্ব কে সামলাবেন, তা নির্বাচনের দিনক্ষণ স্থির করতে আগামী রবিবার ভার্চুয়াল বৈঠকে বসবে দলের ওয়ার্কিং কমিটি। ওই বৈঠকে নেতৃত্বে দেবেন কংগ্রেসের অন্তর্বর্তিকালীন সভানেত্রী সনিয়া গাঁধী। বুধবার টুইট করে এ কথা জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সচিব (সংগঠন) কেসি বেণুগোপাল।
বুধবার বেণুগোপালের টুইট, ‘আগামী ২৮ অগস্ট বিকেল সাড়ে ৩টেয় একটি ভার্চুয়াল বৈঠক হবে। তাতে কংগ্রেস সভাপতি নির্বাচনের সময়সূচিতে অনুমোদন দেওয়া হবে। ওই বৈঠকের পৌরোহিত্য করবেন কংগ্রেসের (অন্তর্বর্তিকালীন) সভানেত্রী সনিয়া গাঁধী।’
শারীরিক অসুস্থতার চিকিৎসা করাতে বিদেশে যাবেন সনিয়া। মায়ের সঙ্গে যাচ্ছেন রাহুল এবং প্রিয়ঙ্কা গাঁধী বঢরাও। ফলে তিন জনেই ওয়ার্কিং কমিটির বৈঠকে সে দিন উপস্থিত থাকতে পারবেন না। রবিবার বিদেশ থেকেই ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে থাকবেন সনিয়ারা।
প্রসঙ্গত, টানা দু’বার লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর ২০১৯ সালে দলীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেন রাহুল। তার পর থেকে অন্তর্বর্তিকালীন সভাপতি হিসাবে দলের দায়িত্ব সামলাচ্ছেন সনিয়া। তবে ২০২০ সালের অগস্টে দলের বেশ কয়েক জন শীর্ষ নেতার ‘বিদ্রোহের’ মুখে তিনিও সে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন। যদিও ওয়ার্কিং কমিটির অনুরোধে পদে থেকে যান সনিয়া।