CryptoCurrency

Cryptocurrency: ক্রিপ্টো-বাণিজ্যে ফাঁকি ৭০ কোটি

বিটকয়েন, ইথারিয়াম, রিপ্ল-এর মতো ডিজিটাল মুদ্রা কেনাবেচার পরিষেবা দেওয়ার জন্য সংস্থাগুলি কমিশন নেয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ০৯:২২
Share:

—প্রতীকী ছবি

ক্রিপ্টোকারেন্সি কেনাবেচায় সাহায্যকারী তথা মধ্যস্থতাকারী সংস্থাগুলির বিরুদ্ধে জিএসটি ফাঁকির বড়সড় অভিযোগ সামনে এল।

Advertisement

বিটকয়েন, ইথারিয়াম, রিপ্ল-এর মতো ডিজিটাল মুদ্রা কেনাবেচার পরিষেবা দেওয়ার জন্য সংস্থাগুলি কমিশন নেয়। তার উপরে ১৮ শতাংশ হারে জিএসটি দেওয়ার কথা তাদের। কিন্তু এই করের টাকা সরকারের ঘরে জমা দিচ্ছে না, এমন অন্তত ছ’টি সংস্থায় তল্লাশি চালিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব জিএসটি ইন্টেলিজেন্স (ডিজিজিআই)। তদন্তকারীদের এক জন জানাচ্ছেন, তাঁদের প্রাথমিক তদন্ত বলছে,

ক্রিপ্টো ওয়ালেট অ্যান্ড এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে কাজ করা এই সংস্থাগুলির ফাঁকির অঙ্কটা প্রায় ৭০ কোটি টাকা। বিপুল জিএসটি ফাঁকির বিষয়টি প্রথম ধরা পড়েছে ক্রিপ্টোকারেন্সি পরিষেবাদাতা সংস্থা ওয়াজ়িরএক্স-এর ক্ষেত্রে। এর পরে ডিজিজিই একই ব্যবসায় থাকা অন্যান্য সংস্থার বিরুদ্ধেও তদন্ত ও তল্লাশি শুরু করেছে। সূত্রের খবর, ওয়াজ়িরএক্স ছাড়াও আরও অন্তত পাঁচটি সংস্থার বিরুদ্ধে জিএসটি ফাঁকির অভিযোগে তদন্ত হচ্ছে। এগুলির মধ্যে রয়েছে, কয়েন্সউইচ কুবের, কয়েনডিসিএক্স, বাইইউকয়েন ও ইউনোকয়েন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement