প্রতীকী ছবি
কর্নাটকের বেলাগাভি থানায় এক সিআরপিএফ কমান্ডোকে চেনবন্দি করে রাখার ভিডিয়ো নিয়ে শুরু হল বিতর্ক। বিষয়টি নিয়ে কর্নাটক পুলিশকে চিঠি লিখেছেন সিআরপিএফের শীর্ষ কর্তারা।
সিআরপিএফ জানিয়েছে, কোবরা বাহিনীর ২০৭ নম্বর ইউনিটের জওয়ান সচিন সুনীল সবন্ত ১১ এপ্রিল পর্যন্ত ছুটি নিয়ে বেলাগাভিতে নিজের বাড়িতে এসেছিলেন। করোনা মহামারির কারণে তাঁর ছুটি বাড়ানো হয়। কর্নাটক পুলিশের অভিযোগ, ২৩ এপ্রিল মাস্ক ছাড়াই রাস্তায় ঘুরছিলেন তিনি। পুলিশ জিজ্ঞাসাবাদ করায় গালিগালাজ করেন। তার পরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। সিআরপিএফও তাঁকে সাসপেন্ড করে।
সচিনের পরিবারের অভিযোগ, থানায় তাঁকে হাতকড়া পরিয়ে মারধর করা হয়। এক জন থানায় তাঁর বন্দিদশার ভিডিয়ো টুইটারে পোস্ট করার পরেই শুরু হয় বিতর্ক। বেলাগাভির পুলিশ সুপার লক্ষ্মণ নিমবর্গির দাবি, ‘‘ওই কমান্ডো কেন্দ্রীয় পুলিশ আর রাজ্য পুলিশের এক্তিয়ার নিয়ে তর্ক শুরু করেছিলেন। তার পরে এক কনস্টেবলের কলার ধরেন। তখনই হেড কনস্টেবল তাঁর সহকর্মীকে বাঁচাতে লাঠি তুলেছিলেন।’’
সিআরপিএফের ডিআইজি দিনকরণ বলেন, ‘‘আমরা কর্নাটক পুলিশকে চিঠি লিখেছি। আগামিকাল ওঁর জামিনের শুনানি হওয়ার কথা। সেখানে এক স্থানীয় অফিসার সিআরপিএফের প্রতিনিধিত্ব করবেন। তার পরে নির্দিষ্ট পদ্ধতিতে তদন্ত শেষ করা উচিত।’’