—ফাইল চিত্র
ইউপিএ সরকারের ১০ বছরে ব্যাঙ্কগুলি যত ঋণ ‘মকুব’ করেছে, মোদী সরকারের পাঁচ বছরে তার তিন গুণ বেশি ঋণ ‘মকুব’ হয়েছে। তথ্যের অধিকার আইনে এই তথ্য প্রকাশ্যে আসায় মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গাঁধী একে মোদী সরকারের ‘নতুন কীর্তিস্তম্ভ’ বলে কটাক্ষ করেছেন। তাঁর অভিযোগ, আমজনতার উপর হামলা চালালেও মোদী সরকার নিজের ‘মিত্রোঁ’-দের বাঁচাতে ব্যস্ত। অবশ্য সরকারি সূত্রের যুক্তি, ব্যাঙ্ক কোনও ঋণই মকুব করেনি। শুধু ব্যাঙ্কের হিসেবের খাতা থেকে ওই ঋণ মুছে দিয়েছে বা ‘রাইট-অফ’ করেছে। তার অর্থ, এই নয় যে বকেয়া ঋণ আদায় করতে ব্যাঙ্কের প্রক্রিয়া থেমে থাকছে। পুণের ব্যবসায়ী প্রফুল্ল সারদা তথ্যের অধিকার আইনে জানতে পেরেছেন, ইউপিএ-জমানার ১০ বছরে ২.২০ লক্ষ কোটি টাকা ঋণ ‘রাইট-অফ’ করা হয়েছিল। মোদী সরকারের আমলে ২০১৫ থেকে ২০১৯-এ ৭.৯৪ লক্ষ কোটি টাকা ঋণ মকুব করা হয়েছে।