Crime

ট্যাটুই ধরিয়ে দিল অপরাধীকে! ১৫ বছর ধরে পলাতক থাকার পর কী ভাবে পুলিশের জালে?

গত ১৫ বছর ধরে মুম্বইয়ের আলাদা আলাদা জায়গায় লুকিয়ে বসবাস করছিলেন দেবেন্দ্র। কাজ করতেন একটি পর্যটন সংস্থায়। ছেলের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার সূত্র ধরেই দেবেন্দ্রকে আটক করে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৩ ০৯:০৬
Share:

দেবেন্দ্রর বিরুদ্ধে জুয়া খেলা, জালিয়াতি-সহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। প্রতীকী ছবি।

বহু বছর ধরে পলাতক। পুলিশের কাছে প্রমাণ বলতে অপরাধীর হাতে থাকা একটি উল্কির চিহ্ন। আর সেই উল্কির সাহায্যেই ১৫ বছর পর অপরাধীকে গ্রেফতার করল পুলিশ। ৬৩ বছরের ওই অপরাধীর নাম আরমুগাম দেবেন্দ্র।

Advertisement

২০০৮ সালের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর বাসিন্দা দেবেন্দ্র এবং তাঁর সহযোগীকে বোম্বে পোর্ট ট্রাস্ট এলাকা থেকে তেল চুরি করার জন্য গ্রেফতার করেছিল আরএকে মার্গ থানার পুলিশ। দেবেন্দ্র পরে জামিনে মুক্তি পান। তবে জামিন পাওয়ার পরই তিনি পালিয়ে যান।

আরএকে মার্গ থানার পুলিশ আধিকারিক মহেশ লামখাদে বলেন, ‘‘জামিনে মুক্তি পাওয়ার পর দেবেন্দ্র পালিয়ে যান। আদালত তাঁকে পলাতক বলে ঘোষণা করে। আমরা বার বার ওঁর বাড়ি গিয়ে তল্লাশি চালিয়েছি। এর মধ্যেই তাঁর স্ত্রী মারা যান। তবে তার পরও দেবেন্দ্র ঘরে ফেরেননি। আমাদের কাছে প্রমাণ বলতে ছিল গ্রেফতারির মেমোতে উল্লেখ থাকা একটি উল্কির বিবরণ।’’

Advertisement

ছবি: সংগৃহীত।

তিনি আরও জানান, গত ১৫ বছর ধরে মুম্বইয়ের আলাদা আলাদা জায়গায় লুকিয়ে বসবাস করছিলেন দেবেন্দ্র। কাজ করতেন একটি পর্যটন সংস্থায়। ছেলের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার সূত্র ধরেই দেবেন্দ্রকে আটক করে পুলিশ। পরে হাতে থাকা উল্কি মিলিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

সম্প্রতি পলাতকদের খুঁজে বার করতে বিশেষ অভিযান চালু করেছে মুম্বই পুলিশ। সেই আবহেই দেবেন্দ্রকে খুঁজে বার করে গ্রেফতার করা হল।

দেবেন্দ্রর বিরুদ্ধে জুয়া খেলা, জালিয়াতি-সহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement