Uttar Pradesh

২০ দিনে তিন জন নাবালিকাকে ধর্ষণ করে খুন উত্তরপ্রদেশের লখীমপুরে

ফের ধর্ষণ করে নাবালিকাকে খুনের ঘটনা ঘটল উত্তরপ্রদেশের লখীমপুর খেরী জেলায়। তিন বছরের বাচ্চা মেয়েটির দেহ তার বাড়ির কাছে আখের খেত থেকে উদ্ধার করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২০ ১৩:৩৭
Share:

প্রতীকী চিত্র।

ফের ধর্ষণ করে নাবালিকাকে খুনের ঘটনা ঘটল উত্তরপ্রদেশের লখীমপুর খেরী জেলায়। ওই জেলার সিনঘানি এলাকায় তিন বছরের বাচ্চা মেয়েটির দেহ তার বাড়ির কাছে আখের খেত থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার এই খবর জানিয়েছে পুলিশ। এই ঘটনা নিয়ে ওই জেলায় গত ২০ দিনে তিন জন নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হল।

Advertisement

তিন বছরের শিশুটি বুধবার থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার বাড়ির কাছেই আখের খেত থেকে দেহ উদ্ধার হয়। বাচ্চাটির দেহে আঘাতের চিহ্নও ছিল। ময়নাতদন্তের পর পুলিশ জানিয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই বাচ্চাটিকে। পুলিশে করা অভিযোগে, বাচ্চাটির বাবা জানিয়েছেন, পাশের গ্রামের লেখরাম নামের এক ব্যক্তির সঙ্গে তাঁদের পারিবারিক শত্রুতার কথা। সেই অপহরণ করে খুন করেছে বলে অভিযোগ নির্যাতিতার বাবার।

এই ঘটনা নিয়ে সে জেলার পুলিশ সুপার সত্যেন্দ্র কুমার বৃহস্পতিবার বলেছেন, ‘‘আমরা ঘটনার তদন্ত করছি। অভিযুক্তকে ধরার জন্য দলও গড়া হয়েছে। অপরাধীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’ শুক্রবার সকালে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের গঠন করা দলের সঙ্গে সংঘর্ষের পর ধরা পড়ে ওই অভিযুক্ত।

Advertisement

আরও পড়ুন: ফের নতুন সংক্রমণ ৮৩ হাজার! উদ্বেগ বাড়াচ্ছে বেশ কয়েকটি রাজ্য

তবে এই তিন বছরের মেয়েটির ধর্ষণ করে খুনই লখীমপুরে প্রথম নয়। অগস্টের শেষ সপ্তাহে, স্কলারশিপের ফর্ম তুলতে যাওয়ার পর বাড়ি ফেরা হয়নি ১৭ বছরের এক কিশোরীর। গ্রামের বাইরে একটি পুকুরে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল। ধর্ষণের পর তাকে খুন করা হয়েছিল বলে জানিয়েছিল পুলিশ। এর আগে ১৫ অগস্ট ওই জেলাতেই ১৩ বছরের এক নাবালিকার দেহ উদ্ধার হয় আখের খেত থেকে। তাকেও ধর্ষণ করে খুন করা হয়েছিল।

এই দু’টি ঘটনা সামনে আসার পরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যোগী আদিত্যনাথের সরকারকে তীব্র আক্রমণ করে কংগ্রেস ও সমাজবাদী পার্টি।

আরও পড়ুন: ‘কোনও সোশ্যাল নেটওয়ার্ক বা সিস্টেমই ১০০ শতাংশ নিরাপদ নয়’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement