সীতারাম ইয়েচুরি। ফাইল চিত্র।
রাজ্যসভায় বাংলা থেকে সীতারাম ইয়েচুরিকে ফেরাতে এ বার কেন্দ্রীয় কমিটিতেও দাবি তুলল বঙ্গ সিপিএম। রবিবার তিরুবনন্তপুরমে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষ হয়েছে। সেখানে আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা যুক্তি দিয়েছেন, বাংলা থেকে রাজ্যসভায় যে পাঁচটি আসন খালি হচ্ছে, তার পঞ্চম আসনে কংগ্রেসের সাহায্য নিয়ে সিপিএমের কাউকে বাংলা থেকে পাঠানো হোক। কারণ এখন সংসদের কোনও কক্ষেই বাংলার কোনও বাম প্রতিনিধি নেই।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভারের কথা মাথায় রেখে ইয়েচুরির বিষয়ে পলিটব্যুরো-কেন্দ্রীয় কমিটি রাজি না হলে মহম্মদ সেলিমের কোনও সুবক্তাকে প্রার্থী করা হোক।
কেন্দ্রীয় কমিটির ঠিক আগে কলকাতায় রাজ্য কমিটির বৈঠকেও সুদর্শন রায়চৌধুরী, তাপস সিংহের মতো নেতারা যুক্তি দিয়েছিলেন, সংসদে নয়া নাগরিকত্ব আইন নিয়ে বিতর্কে ইয়েচুরির মতো নেতার অভাব টের পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: পরোয়া নেই হাজার প্রতিবাদেও, সিএএ ফেরাব না, সাফ কথা শাহের
সনিয়া গাঁধী সিএএ-র বিরুদ্ধে বিরোধী শিবিরকে একজোট করতে চাইছেন। তাতে ইয়েচুরি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। ফলে ইয়েচুরির বিষয়ে কংগ্রেস হাইকমান্ডেরও আপত্তি থাকবে না বলে আলিমুদ্দিনের নেতাদের মত।
আরও পড়ুন: সাংসদ-বিধায়ক পদ খারিজ নিয়ে পরামর্শ