সাভালিকেরা গ্রামে বেধড়ক মারধর করে দড়ি দিয়ে বেঁধে রাস্তার ধারে কান ধরে উঠবস করানো হয় ২৪ জনকে।
ফের মধ্যপ্রদেশে গরু পাচারকারী সন্দেহে ২৪ জনের একটি দলের উপরে চড়াও হল ‘গোরক্ষকেরা’। রবিবার খণ্ডবা জেলার সাভালিকেরা গ্রামে বেধড়ক মারধর করে দড়ি দিয়ে বেঁধে রাস্তার ধারে কান ধরে উঠবস করানো হয় ওই ২৪ জনকে। আক্রান্তদের মধ্যে ৬ জন মুসলিম। ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, লাঠিসোটা হাতে গ্রামবাসীরা জোর করে ‘গোমাতা কি জয়’ বলার জন্য হুমকি দিচ্ছে দলটিকে।
গো রক্ষার নামে রাজ্যে একের পর এক তাণ্ডবের ঘটনায় সমালোচনার মুখে মধ্যপ্রদেশের কমল নাথ সরকার। মাস দু’য়েক আগেও এ রাজ্যের সিওনী শহরে গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে এক মহিলা-সহ তিন জনকে মারধরের ঘটনা সামনে আসে। ভিডিয়োয় দেখা যায়, হামলাকারীরা ‘জয় শ্রী রাম’ বলে হুঙ্কার দিয়ে জুতোপেটা করছে এক মহিলাকে।
এর দু’মাসের মাথায় ফের গত কালের তাণ্ডবের ঘটনা। আক্রান্তরা জানিয়েছেন, মহারাষ্ট্রের পশুমেলার জন্য গরু নিয়ে যাচ্ছিলেন তাঁরা। সাভালিকেরা গ্রামের কাছে তাঁদের উপরে চড়াও হন শ’খানেক লোক। গরু পাচারকারী অভিযোগে তাঁদের মারতে শুরু করে দলটি। এর পরে একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে ৩ কিলোমিটার হাঁটিয়ে নিয়ে যায় খালবা থানায়। তার আগে মারের ভয় দেখিয়ে ‘গোমাতা কি জয়’ বলানো হয় তাঁদের দিয়ে। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, সাদা শার্ট পরা এক জন খুব কাছ থেকে ঘটনাটির ভিডিয়ো করছেন। যাতে বোঝা যায় প্রত্যেকে ‘গো মাতা কি জয়’ বলছেন। আরও জনা দু’য়েক লোক কড়া নজর রাখছে ‘ধৃতদের’ উপরে।
পুলিশ সুপার শিবদয়াল সিংহ জানান, আক্রান্তরা দাবি করেছেন, তাঁরা গরুগুলি মহারাষ্ট্রে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাঁদের কাছে কোনও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। গরুগুলিকে যে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেগুলিরও প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি হেনস্থাকারীদের বিরুদ্ধেও অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে তাঁদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আর এক পুলিশ কর্তার কথায়, ‘‘২১টি ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছে আক্রান্তদের থেকে। তাঁরা হারদা জেলা থেকে গরুগুলিকে মহারাষ্ট্রে নিয়ে যাচ্ছিেলন।’’
মধ্যপ্রদেশ বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী কাল। সেখানে গোরক্ষার নামে অত্যাচার কমাতে কড়া আইনের কথা বলে পুরনো আইনে সংশোধনী আনতে চলেছে কংগ্রেস সরকার। যদিও ক্ষমতায় আসার পরে গোহত্যার অভিযোগে তিন জনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা করে বিতর্কে জড়িয়েছিলেন খোদ কমল নাথ।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।