দৈনিক সংক্রমণের হার কমে হল ১.২৮ শতাংশ। ফাইল চিত্র ।
বুধবার দেশে আবার বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৫ হাজার ১০২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবারের তুলনায় প্রায় দু’হাজার বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার ভারতে মোট করোনা আক্রান্ত সংখ্যা ছিল ১৩ হাজার ৪০৫ জন। তবে কিছুটা কমল দৈনিক সংক্রমণের হার। দেশে দৈনিক সংক্রমণের হার কমে হল ১.২৮ শতাংশ, যা মঙ্গলবার ১.৯৩ শতাংশ ছিল।
বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এক লক্ষ ৬৪ হাজার ৫২২ জন। মঙ্গলবার, ৪৯ দিন পর দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দু’লক্ষের নীচে নামে। দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে কেরল। এর পরই রয়েছে মহারাষ্ট্র।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২৩৫ জন মারা গেছেন।একই সঙ্গে দেশে কোভিড আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা হল ৫ লক্ষ ১২ হাজার ৩৪৪ জন। সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ।