Covid -19

Covid Update India: ৪৯ দিন পর দেশে দু’লক্ষের নীচে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪০৫

গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার ১.৯৩ শতাংশ। দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। কেরলে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা আট হাজার ৯৮ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ১০:২৫
Share:

গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। ফাইল চিত্র ।

৪৯ দিন পরে দেশে দু’লক্ষের নীচে নামল মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি এক ধাক্কায় অনেকটাই নামল দেশে কোভিডের দৈনিক আক্রান্তের সংখ্যাও। শনিবারের তুলনায় প্রায় তিন হাজার কম দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৩ হাজার ৪০৫। সোমবার যা ছিল ১৬ হাজার ৫১।

গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার ১.৯৩ শতাংশ। দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। কেরলে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা আট হাজার ৯৮ জন। দৈনিক সংক্রমণের নিরিখে এর পরই রয়েছে মহারাষ্ট্র। তবে সব রাজ্যগুলিতেই সংক্রমণের গ্রাফ অনেকটাই নেমেছে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০৬ জনের। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ১২ হাজার ১০৯। বেড়েছে দৈনিক সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement