COVID-19

Delhi Lockdown: লকডাউনের দিল্লিতে কী খোলা আর কী বন্ধ, তালিকা দিল কেজরীবাল সরকার

কেজরীবাল বলেন, ‘‘আমরা ভয় দেখাচ্ছি না। আমি বলছি না স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, কিন্তু পরিষেবার হাল খারাপ। সব পরিষেবার একটা সীমা থাকে।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২১ ১৪:১০
Share:

ফাইল চিত্র।

দিল্লিতে সংক্রমণ বাড়তে থাকায় সোমবার, ১৯ এপ্রিল রাত ১০টা থেকে আগামী সোমবার সকাল ৫টা পর্যন্ত অর্থাৎ ৬ দিন লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। সংক্রমণের শৃঙ্খল ভাঙার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

Advertisement

সোমবার সকালে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজলের সঙ্গে সাক্ষাৎ করেন কেজরীবাল। তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেজরীবাল সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘আমরা যদি এই মুহূর্তে লকডাউন না করি তা হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। সরকার আপনাদের সম্পূর্ণ খেয়াল রাখবে। আমরা পরিস্থিতি খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছি।’’

কেজরীবাল আরও বলেন, ‘‘আমরা আপনাদের ভয় দেখাচ্ছি না। আমি বলছি না স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, কিন্তু পরিষেবার হাল খুব খারাপ। সব পরিষেবারই একটা সীমা থাকে।’’

Advertisement

যদিও আগের লকডাউনের তুলনায় এ বারের লকডাউনে কিছুটা হলেও পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। দেখে নেওয়া যাক সেই তালিকা।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আরও পড়ুন:

কী কী বন্ধ থাকবে

• সব বেসরকারি অফিস বন্ধ থাকবে। কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে এই ক’দিন।

• অডিটোরিয়াম, রেস্তরাঁ, শপিং মল, জিম ও স্পা বন্ধ থাকবে।

• সব ধরনের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক জমায়েত বন্ধ থাকবে।

• সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।

কী কী খোলা থাকবে

• সরকারি অফিস খোলা থাকবে।

• মুদিখানা ও খাবারের দোকান খোলা থাকবে।

• স্বাস্থ্য পরিষেবা চালু থাকবে। ওষুধের দোকান খোলা থাকবে।

• ব্যাঙ্ক, এটিএম ও বিমা পরিষেবা চালু থাকবে।

• খাবার হোম ডেলিভারির ব্যবস্থা চালু থাকবে।

• ৫০ জন নিমন্ত্রিত নিয়ে বিয়ের অনুষ্ঠান করা যাবে। তবে তার জন্য আলাদা ভাবে পাস নিতে হবে।

• এক তৃতীয়াংশ দর্শক নিয়ে সিনেমা হল চালু থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement