গত ৩৯ দিন পর প্রথমবার কোবিড শূন্য ধারাভি। ফাইল চিত্র।
করোনার নয়া রূপ ওমিক্রন সংক্রমণে থরহরিকম্প মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টার শুধু মুম্বই শহরে করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। এক দিনে সংক্রামিতের সংখ্যা ১,৩১০। এর মধ্যেই অন্যরকম ছবি এশিয়ার বৃহত্তম বস্তি এলাকা ধারাভিতে। প্রশাসনের দাবি, গত শুক্রবার ধারাভির এক জনও করোনা সংক্রমিত হননি। যা গত ৩৯ দিনে প্রথম। এর আগে গত বছরের ২০ ডিসেম্বর ঘনবসতিপূর্ণ এই এলাকায় কেউ করোনা আক্রান্ত হননি।
ওই এলাকার পুরসভা আধিকারিক কিরণ দিঘবকরের কথায়, ‘‘এমন ঘনবসতি এলাকায় গত ৩৯ দিন পর কোনও করোনা আক্রান্তের খবর নেই। যা নিশ্চিত ভাবে স্বস্তিদায়ক।’’ পুরসভার তরফে জানানো হয়েছে, সব মিলিয়ে গত কয়েক দিনে ধারাভি-তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা মোট ৪৩ জন। এঁদের মধ্যে ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন। মোটের উপর ধারাভি-র করোনা আক্রান্তের সংখ্যা আট হাজার ৫৪১। যার মধ্যে আট হাজার ১২১ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন, জানাচ্ছে বৃহন্মুম্বই পুরসভার তথ্য। তবে এই এলাকায় কত জনের মৃত্যু হয়েছে, তার কোনও তথ্য প্রকাশ করেনি তারা।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে ‘ধারাভি মডেল’- এর প্রশংসা শোনা গিয়েছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডহ্যানোম গ্যাব্রিয়েসাসের মুখে। অতিমারি শুরুর গোড়ার দিকে ধারাবিতে ভয়ঙ্কর সংক্রমণ শুরু হলেও পরে প্রশাসনের কড়াকড়িতে নিয়ন্ত্রণে আসে আক্রান্তের হার।
শনিবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ১০৩ জনের করোনায় মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র প্রশাসনের আশঙ্কা, আগামী দুই সপ্তাহে শিখর ছুঁতে পারে সংক্রমণ হার।