Daily Covid Bulletin

Covid Bulletin India: দিল্লির পর মাস্ক বাধ্যতামূলক কর্নাটক-ছত্তীসগঢ়ে, দেশে এক দিনে আক্রান্ত প্রায় আড়াই হাজার

উদ্বেগ বাড়িয়ে এখনও রাজধানীতে এক দিনে আক্রান্তের সংখ্যা হাজারের উপরেই। দিল্লিতে ২৪ ঘণ্টায় এক হাজার ১১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ১১:২৫
Share:

মাস্ক পরা বাধ্যতামূলক কর্নাটক এবং ছত্তিশগড়ে। ফাইল চিত্র ।

দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যায় হঠাৎ বৃদ্ধি দেখা দেওয়ায় আবার জনসাধারণের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করল কর্নাটক এবং ছত্তীসগঢ় সরকার। এর আগে মাস্ক পরার নিয়ম বাতিল করার তিন সপ্তাহের মধ্যে আবার তা চালু করা হয় দিল্লিতে। নেপথ্যে দিল্লিতে উল্লেখযোগ্য হারে করোনার দৈনিক সংক্রণের সংখ্যা বৃদ্ধি।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে দু’হাজার ৪৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চার কোটি ৩০ লক্ষ ৬২ হাজার ৫৬৯। উদ্বেগ বাড়িয়ে এখনও রাজধানীতে এক দিনে আক্রান্তের সংখ্যা হাজারের উপরেই। দিল্লিতে ২৪ ঘণ্টায় এক হাজার ১১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৫ হাজার ৬৩৬ জন। যা মোট সংক্রমণের ০.০৪ শতাংশ।

Advertisement

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় ১,৩৯৯ জন আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তবে এর মধ্যে অসম সরকার আগে মৃত ১,৩৪৭ জনের রিপোর্ট জমা দিয়েছে। ফলে এখনও পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা পাঁচ লক্ষ ২৩ হাজার ৬২২ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement