প্রতীকী ছবি।
কেন্দ্রীয় সরকার করোনা টিকার প্রকল্পের যাবতীয় বিষয় হিসাব রাখার জন্য একটি ‘রিয়ল টাইম’ অনলাইন অ্যাপ ও ওয়েবসাইট এনেছে। সেটির নাম ‘কো-উইন’। এই অ্যাপে সাধারণ মানুষ নিজেরাই করোনা টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন।
এই অ্যাপটি ‘রিয়ল টাইম’-এ চলবে। অর্থাৎ একজন মানুষ অ্যাপের সাহায্যে দেখতে পাবেন, কবে তাঁর করোনা টিকা নেওয়ার সময় আসবে, কতজনের পর তাঁর নাম রয়েছে। এই অ্যাপটি ফ্রিতে ডাউনলোড করা যাবে। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হয়েছে। এ বার দেখে নেওয়া যাক, কী ভাবে একজন ব্যবহারকারী এই অ্যাপের মাধ্যমে নিজের নাম নথিভুক্ত করবেন।
· এই অ্যাপে রয়েছে একটি অ্যাডমিনিস্ট্রেটর মডিউল। সেখানে থাকবেন টিকা দেওয়ার বিভিন্ন শিবির যাঁরা পরিচালনা করছেন।
· এ ছাড়া থাকবে রেজিস্ট্রেশন মডিউল। যেটির মাধ্যমে যাঁরা ভ্যাকসিন নিতে চাইছেন তাঁরা নাম নথিভুক্ত করবেন। এটি কো-মর্বিডিটি নিয়ে অ্যাপে বিস্তারিত তথ্য আপলোড করবে।
· ভ্যাকসিনেশন মডিউলের ক্ষেত্রে যাঁরা টিকা পাচ্ছেন তাঁদের তথ্যা যাচাই হবে। কবে টিকা পাওয়া যাবে তার তথ্য দেওয়া হবে। টিকা নেওয়ার পর কিউ-আর নির্ভর একটি শংসাপত্র দেওয়া হবে।
· এরপর থাকবে রিপোর্ট মডিউল। যেখানে বিস্তারিত পাওয়া যাবে কটি টিকাশিবির হয়েছে, কতজন টিকা পেয়েছেন, কতজন অনুপস্থিত থেকেছেন, এই বিষয়ে।
· এই অ্যাপের মাধ্যমে ‘রিয়েল টাইম’- তথ্য পাওয়া যাবে কত টিকা সঞ্চয় করা আছে, কী তাপমাত্রায় সঞ্চয় করা আছে, এই বিষয়ে।
· সরকারি ও বেসরকারি ক্ষেত্র থেকে প্রথম সারির করোনা যোদ্ধাদের তথ্য সংগ্রহ করবে প্রশাসন। তারপরে সেগুলি কো-উইন অ্যাপে তুলে দেওয়া হবে। সেখানে এই বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
আরও পড়ুন: ভোট হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে, আর্জি নিয়ে ভোট কমিশনে লকেট-শিশিররা
আরও পড়ুন: প্রণবের বই ঘিরে প্রকাশ্য টুইট-যুদ্ধে পুত্র অভিজিৎ ও কন্যা শর্মিষ্ঠা