আক্রান্ত শ্রীলেখা, ঋদ্ধি, ঋতুপর্ণাও
গোটা দেশেই লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার রাজ্যে দৈনিক সংক্রমণ ১৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, কোভিডের দ্বিতীয় তরঙ্গে ডেল্টার প্রভাবে যে ভাবে গোটা ভারত জুড়ে সংক্রমণ বাড়াবা়ড়ি পর্যায়ে পৌঁছেছিল, এ বারও ঠিক একই রকম ছবি দেখা যেতে পারে। এই পরিস্থিতিতে রোজই কোনও না কোনও খ্যাতনামী আক্রান্ত হচ্ছেন কোভিডে।
শনিবার করোনা আক্রান্ত হলেন কৌশিক সেনের ছেলে ঋদ্ধি সেন। অভিনেতা জানান, শুধু কাশি ছাড়া আর কোনও উপসর্গ নেই তাঁর। তাই বাড়িতেই নিভৃতবাসে আছেন ‘ওপেন টি বায়স্কোপ’-এর অভিনেতা। সংক্রমিত হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দার্জিলিংয়ে পরিচালক অতনু বসুর 'অচেনা উত্তম' শ্যুট করতে গিয়েছিলেন তিনি। ফিরে এসে পরীক্ষা করানোর পর জানতে পারেন, তিনিও কোভিড পজিটিভ। শ্রীলেখা মিত্র অবশ্য শুক্রবার রাতেই জানতে পেরেছেন, তিনিও কোভিডে আক্রান্ত। গলা ব্যথা, কাশি, গা-হাত-পা মাথায় প্রচণ্ড যন্ত্রণা, গলা বসে গিয়েছিল অভিনেত্রীর। তার পরই পরীক্ষা করান তিনি। তিনিও আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন।
ফের করোনা আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু। গত কয়েক দিন ধরে সর্দি লেগেছিল তাঁর। পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। আপাতত বাড়িতেই নিভৃতভাসে রয়েছেন মন্ত্রী।
বলিউডে সংক্রমিত খ্যাতনামীদের তালিকাও দীর্ঘ হচ্ছে। তালিকায় নতুন সংযোজন মধুর ভাণ্ডারকর। শনিবার নিজেই টুইটারে এ খবর দিয়েছেন ‘পেজ থ্রি’, ‘ফ্যাশন’, ‘চাঁদনি বার’, ‘কর্পোরেট’-এর মতো একাধিক জনপ্রিয় ছবির পরিচালক। ইনস্টাগ্রামে মিথিলা পালকরও জানিয়েছেন তাঁর করোনা সংক্রমণের কথা। ওটিটি পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী কোভিডে আক্রান্ত হয়েছেন দিন কয়েক আগেই। মধুর ও মিথিলা দু’জনেই বাড়িতে নিভৃতবাসে রয়েছে। করোনায় আক্রান্ত অরিজিৎ সিংহও। গায়কের মৃদু উপসর্গ রয়েছে। আপাতত মুম্বইয়ের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন অরিজিৎ। আক্রান্ত তাঁর স্ত্রীও।
নীচে এক নজরে দেখে নিন খ্যাতনামী আক্রান্তদের তালিকা। একই সঙ্গে জেনে নিন তাঁরা কে কোথায় আছেন এবং কেমন আছেন।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।