COVID-19

করোনা আক্রান্ত দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল, সম্প্রতিই সাক্ষাতে যান কেজরী

গত কয়েকদিনে দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে অনেকগুলি প্রশাসনিক বৈঠক করেছেন। তবে উপসর্গ জানান দিতেই নিজেকে ঘরবন্দি করেছিলেন বৈজল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ১৫:৫৮
Share:

অনিল বৈজল। ফাইল চিত্র।

করোনায় আক্রান্ত দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল। শুক্রবার টুইট করে নিজের সংক্রমণের খবর জানিয়েছেন তিনি। লিখেছেন, সামান্য উপসর্গ থাকলেও আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। বাড়িতে থেকেই দিল্লির করোনা পরিস্থিতির দিকে নজর রাখবেন তিনি।

Advertisement

শুক্রবার টুইটারে বৈজল লিখেছেন, ‘‘আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। মৃদু উপসর্গও রয়েছে। তবে উপসর্গ জানান দেওয়ার সঙ্গে সঙ্গেই নিজেকে নিভৃতবাসে বন্দি করেছি আমি। যাঁরা যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের প্রত্যেকেরই কোভিড পরীক্ষা করানো হয়েছে। আপাতত বাড়িতে থেকেই দিল্লির পরিস্থিতির দিকে নজর রাখব আমি।’’

দিল্লির বাড়তে থাকা করেনা সংক্রমণ এবং অক্সিজেন ঘটাতির পরিস্থিতি নিয়ে গত কয়েকদিনে অজস্র প্রশাসনিক বৈঠক করেছেন বৈজল। দিল্লিতে গত ১৯ এপ্রিল লকডাউন ঘোষণার দু’দিন আগে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বৈঠক করেছিলেন লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে। দিল্লি-সহ গোটা দেশে বাড়তে থাকা সংক্রমণের কথা মাথায় রেখে প্রত্যেককে সাবধানতা অবলম্বর করার পরামর্শ দিয়েছেন বৈজল।

Advertisement

১৯৬৯ সালের ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস কর্তা বৈজল। এর আগে অটল বিহারী বাজপেয়ীর সরকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করেছিলেন তিনি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মুখ্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। জেলের বিধি ভঙ্গের অভিযোগ এনে কিরণ বেদীকে জেল প্রধানের পদ থেকে সরিয়েছিলেন এই বৈজলই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement