COVID-19

এমন সাহসী দেখিনি! ‘লাভ ইউ জিন্দেগি’ শুনে মৃত্যুতে ঢলে পড়া মেয়েকে নিয়ে বিস্মিত চিকিৎসক

ভিডিয়োয় দেখা গিয়েছিল, মুখে অক্সিজেন মাস্ক নিয়ে  ‘লাভ ইউ জিন্দেগি’ গানের সুরে শরীর দোলাচ্ছেন ওই কোভিড আক্রান্ত ৩০ বছরের ওই যুবতী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মে ২০২১ ১৬:০৫
Share:

‘লাভ ইউ জিন্দেগি’ গানের সুরে শরীর দোলাচ্ছেন ওই কোভিড আক্রান্ত ৩০ বছরের ওই যুবতী।

শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত লড়াই করেছিলেন মৃত্যুর সঙ্গে। ভিডিয়োয় দেখা গিয়েছিল, হাসপাতালের শয্যায় বসে, মুখে অক্সিজেন মাস্ক নিয়ে ‘লাভ ইউ জিন্দেগি’ গানের সুরে শরীর দোলাচ্ছেন ওই কোভিড আক্রান্ত ৩০ বছরের ওই যুবতী। কিন্তু শেষ পর্যন্ত তিনি বাঁচেননি। ওই হাসপাতালের চিকিৎসক মণিকা লাঙ্ঘে শনিবার মৃতার স্মৃতিচারণার টুইটারে লিখেছেন, ‘আমি জীবনে ওঁর মত কাউকে দেখিনি’।

Advertisement

মণিকার মতে তাঁর জীবনে দেখা সবচেয়ে সাহসী ব্যক্তি হলেন ওই যুবতী। প্রসঙ্গত, গত ৮ মে টুইটারে ওই যুবতীর সাহসের কথা জানিয়েছিলেন মণিকাই। ১৩ মে তাঁর মৃত্যুসংবাদ জানিয়ে লিখেছিলেন, ‘খুব খারাপ লাগছে। আমরা এক সাহসীকে হারালাম। দয়া করে ওর পরিবারের জন্য প্রার্থনা করুন’। ওই সাহসিনীর লড়াইকে কুর্নিশ জানিয়ে এ বার মণিকা লিখেছেন, ‘চিকিৎসকেরা যথাসাধ্য চেষ্টা করেছিলেন। কিন্তু তা ওঁকে বাঁচানোর পক্ষে যথেষ্ট ছিল না’।

Advertisement
আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement