করোনা সংক্রণ ঠেকাতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হল পঞ্জাবে। প্রতীকী ছবি।
করোনার নতুন উপরূপ ‘বিএফ.৭’ ঘিরে আতঙ্কের মধ্যেই তৎপর হল পঞ্জাব সরকার। নতুন করে কোভিড সংক্রমণ ঠেকাতে সে রাজ্যে মাস্ক বাধ্যতামূলক করা হল। যে কোনও জমায়েত ও সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিসে মুখে মাস্ক পরার বিধি কার্যকর করা হয়েছে।
সে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, সংক্রমণ মোকাবিলায় কঠোর ভাবে যাতে কোভিডবিধি পালন করা হয়, সে দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। পাশাপাশি করোনা পরীক্ষায় জোর দেওয়ার কথা বলা হয়েছে। কারও কোভিডের উপসর্গ থাকলে তাঁর দ্রুত পরীক্ষা করাতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাত থেকে এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে।
করোনায় নির্দেশিকা কেন্দ্রীয় সরকারের। গ্রাফিক শৌভিক দেবনাথ।
রাজ্যে নতুন করে সংক্রমণ যাতে না ছড়ায়, এ নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন তিনি। করোনা মোকাবিলায় একটি কন্ট্রোল রুম তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকলকে মাস্ক পরার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে শারীরিক দূরত্ববিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন মান।
করোনার ওমিক্রন প্রজাতির উপরূপের কারণেই চিনে সংক্রমণ ছড়াচ্ছে। এ দেশেই ৪ জনের শরীরের উপরূপের হদিস পাওয়া গিয়েছে। তবে তাঁরা সকলেই সুস্থ। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলকে মাস্ক পরার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে দেশে এখনও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়নি।
পঞ্জাবের পাশাপাশি ক’দিন আগেই কর্নাটকেও মাস্কবিধি ফিরেছে। সে রাজ্যে বদ্ধ জায়গা ও শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষজ্ঞরাও পরামর্শ দিয়েছেন মাস্ক পরার।