COVID-19

শুক্রবার সন্ধ্যা থেকে উত্তরপ্রদেশে সম্পূর্ণ লকডাউন, চলবে মঙ্গলবার সকাল পর্যন্ত

চলতি সপ্তাহের শুরুর দিকে যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তরপ্রদেশে সপ্তাহান্তে লকডাউন চলবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১৪:২১
Share:

ফের লকডাউনের পথে উত্তরপ্রদেশ। ফাইল চিত্র।

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ বার কড়া পদক্ষেপ করল যোগী আদিত্যনাথ সরকার। শুক্রবার সন্ধ্যা থেকে উত্তরপ্রদেশে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত চলবে এই লকডাউন।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই (উত্তরপ্রদেশ)- এর তরফে টুইট করে এ কথা জানানো হয়েছে। টুইট বলা হয়েছে, ‘শুক্রবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত রাজ্যে এ বার সম্পূর্ণ লকডাউন থাকবে। বর্তমান কোভিড পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।

গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে নতুন আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৮২৪, যা এক দিনে সর্বাধিক। এখনও পর্যন্ত এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ৮২ হাজার ৮৪৮। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬৬ জনের। ফলে যোগীরাজ্যে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১১ হাজার ৯৪৩-এ। এই মুহূর্তে উত্তরপ্রদেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৪১ জন।

Advertisement

চলতি সপ্তাহের শুরুর দিকে যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তরপ্রদেশে সপ্তাহান্তে লকডাউন চলবে। তার আগে থেকেই সেখানে নাইট কার্ফু চলছিল। অর্থাৎ ধাপে ধাপে নিষেধাজ্ঞা বাড়ানো হল উত্তরপ্রদেশে।

এর আগে এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশের করোনা পরিস্থিতি নিয়ে সরকারকে তিরস্কার করে। বলা হয়, ২৬ এপ্রিল পর্যন্ত রাজ্যের ৫ রাজ্য, এলাহাবাদ, লখনউ, বারাণসী, কানপুর ও গোরক্ষপুরে কড়া বিধিনিষেধ জারি করা উচিত। যদিও সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement