COVID19

Covid 19: গত ২৪ ঘণ্টায় দেশে আরও বাড়ল আক্রান্তের সংখ্যা, বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ১০৪ জন। মৃত্যু হয়েছে ৪৩ জনের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ জুলাই ২০২২ ১২:১১
Share:

ফাইল ছবি।

দেশে ক্রমেই বাড়ছে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবারের তুলনায় শনিবার তা আরও বাড়ল। অনেকটাই বেড়েছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, শনিবার দেশে করোনা সংক্রমিত হয়েছেন মোট ১৮ হাজার ৮৪০ জন। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ৮১৫। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৩ জনের। শুক্রবার দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছিল। অর্থাৎ, ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে করোনা আক্রান্তের পাশাপাশি বৃদ্ধি পেল মৃতের সংখ্যারও।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দৈনিক করোনা পরিসংখ্যা বলছে, শনিবার দেশে দৈনিক সংক্রমণের হার ৪.১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ জনের মৃত্যু হওয়ায়, এই নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মোট ৫ লক্ষ ২৫ হাজার ৩৮৬ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৬৯৩ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement