COVID-19

টিকার দু’টি ডোজ নিয়েও করোনা আক্রান্ত কংগ্রেস সাংসদ শশী তারুর

তাঁর ৮৫ বছরের বৃদ্ধা মা এবং বোন-ও করোনায় আক্রান্ত। তিনজনেই কোভিড টিকার দু’টি ডোজ নিয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ২২:২২
Share:

শশী তারুর।

সপরিবারে করোনা আক্রান্ত কংগ্রেস সাংসদ শশী তারুর। গত ৮ এপ্রিল করোনা প্রতিষেধকের দ্বিতীয় ডোজ নিয়েছিলেন কেরলের এই কংগ্রেস সাংসদ। তাঁর সঙ্গে টিকা নিয়েছিলেন তাঁর মা এবং বোন। তিনজনেই করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

Advertisement

বুধবার টুইটারে নিজের সংক্রমণের খবর জানিয়েছেন শশী। লিখেছেন, ‘গত দু’দিন ধরে কোভিড পরীক্ষার অ্যাপয়েন্টমেন্টের জন্য ঘোরাঘুরি করে এবং রিপোর্টের জন্য প্রায় দেড় দিন অপেক্ষা করে আজ জানলাম আমি করোনায় আক্রান্ত হয়েছি’।

সংক্রমণ নিয়ে ওই টুইটে শশী লিখেছেন, করোনা পজিটিভ হওয়ার বিষয়টিকে তিনি ‘পজিটিভ’ মনোভাবেই নেওয়ার চেষ্টা করছেন। তাঁর আশা, বিশ্রাম ও ভেপার নিয়ে এবং প্রচুর জল খেয়ে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন।

Advertisement

৬৫ বছরের এই রাজনীতিবিদ কংগ্রেসের প্রথম সারির নেতাদের একজন। শশী জানিয়েছেন, তাঁর ৮৫ বছরের বৃদ্ধা মা এবং সেই সঙ্গে তাঁর বোন-ও করোনায় আক্রান্ত। বোন ক্যালিফোর্নিয়ায় ফাইজারের টিকার দু’টি ডোজ নিয়েছিলেন। শশী এবং তাঁর মা গত ৮ এপ্রিল কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নেন।

(এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় শশী, তাঁর মা এবং বোন তিনজনেই ফাইজারের টিকা নিয়েছেন বলে লেখা হয়েছিল, যা ঠিক নয়। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা দুঃখিত)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement