COVID19

Corona Update: কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, দেশে সংক্রমণ হার কমে ৯.২ শতাংশ

কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ১৭ হাজার ৮৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৪৬ হাজার ৬৭৪ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ১০:৫৮
Share:

মৃত্যু ও সংক্রমণে চিন্তা বাড়াচ্ছে কেরল।

আরও কমল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। নিম্নমুখী সংক্রমণ হারও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার মানুষ। যা বৃহস্পতিবারের চেয়ে ১৩ শতাংশ কম। ওই দিন দেশে আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৭২ হাজার ৪৩৩ জন। পাশাপাশি, ভারতে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৯.২ শতাংশে।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, বৃহস্পতিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৩৫ হাজার ৫৬৯। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ১,০৭২ জন। করোনায় মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে পাঁচ লক্ষে। ইতিমধ্যে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ১৭ হাজার ৮৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠছেন ২ লক্ষ ৪৬ হাজার ৬৭৪ জন।

ওমিক্রনের দাপটে বিগত কয়েক সপ্তাহ ধরে দেশের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। বিভিন্ন রাজ্যে মৃত্যুর সংখ্যাও ভাবাচ্ছিল প্রশাসনকে। এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে নড়েচড়ে বসে সংক্রণের নিরিখে উপরের দিকে থাকা রাজ্যগুলি। আবার শুরু হয় করোনা বিধিনিষেধ। কোথাও কোথাও শুরু হয় নৈশ কার্ফু। এখনও ভাবাচ্ছে কেরল, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলির করোনা পরিস্থিতি। কেন্দ্রের তথ্য বলছে, দেশের মোট করোনায় মৃত্যুর ১১ শতাংশই ঘটেছে পিনারাই বিজয়ন সরকারের রাজ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement