COVID19

Covid 19: আবাসিক স্কুলে সংক্রমিত ৬০ পড়ুয়া

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কর্নাটকে ৬২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ০৬:৫২
Share:

প্রতীকী ছবি।

বেঙ্গালুরুর একটি স্কুলের ৬০ জন পড়ুয়া কোভিড-১৯ সংক্রমিত হয়েছে। আক্রান্তদের মধ্যে দু’জনের উপসর্গ ছিল। তাদের হাসপাতালের ভর্তি করা হয়েছে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কর্নাটকে ৬২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যে মোটের উপর কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই অবস্থায় একটি আবাসিক স্কুলে ৬০ জন পড়ুয়ার আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন প্রশাসন। বেঙ্গালুরু (শহরাঞ্চল)-এর জেলাশাসক জে মঞ্জুনাথ বলেন, ‘‘ওই আবাসিক স্কুলে এক মাস আগে পড়ুয়ারা এসেছিল। তারা যখন বাড়ি থেকে এসেছিল, তখন উপসর্গ ছিল না। রবিবার সন্ধ্যায়, ৬০ জনের করোনা-পজ়িটিভ আসে। বাকিদেরও পরীক্ষা করছি।’’ এই ঘটনা প্রকাশ্যে আসার পরে করোনা আবহে স্কুল খোলা নিয়ে সরকারের সমালোচনা শুরু করেছেন অভিভাবকদের একাংশ।

Advertisement

এ দিকে, প্রায় ছ’মাস পরে দেশে দৈনিক করোনা সংক্রমণ গত কাল ২০ হাজারের নীচে নেমেছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আজ সকালে যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতেও দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৭০ জন। ওই সময়ের মধ্যে ৩৭৮ জন করোনা সংক্রমিতের মৃত্যু হয়েছে। গত কাল পর্যন্ত দেশের প্রাপ্ত বয়স্কদের ২৫ শতাংশ করোনা টিকার দু’টি ডোজ় পেয়েছেন।
কেরলের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ১১ হাজারে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ আজ জানিয়েছেন, রাজ্যের ৯১ শতাংশ মানুষ করোনা প্রতিষেধকের প্রথম ডোজ় পেয়েছেন। তাঁর কথায়, ‘‘এখন আমরা টিকার দ্বিতীয় ডোজ়কে অগ্রাধিকার দিচ্ছি।’’ সংক্রমণ কমলেও উৎসবের মরসুমের আগে বিভিন্ন রাজ্য সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে। দিল্লির বিপর্যয় মোকাবিলা বিভাগ আজ বৈঠকে বসে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, উৎসবের দিনগুলিকে কোনও মেলা বা খাবারের স্টল দেওয়া যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement