Coronavirus in India

সারা দেশে র‌্যাপিড টেস্ট স্থগিত রাখতে বলল আইসিএমআর

রাজ্যগুলির অভিযোগ, কিটগুলির রোগনির্ণয়ের ক্ষমতা কম।মাত্র ৫.৪ শতাংশ। কিটগুলি নিয়ে তদন্তও করবে আইসিএমআর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২০ ১৭:৫৩
Share:

প্রতীকী ছবি

র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট নিয়ে সব রাজ্যকেই সতর্ক করে দিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। আগামী দু’দিন ওই টেস্ট বন্ধ রাখতে বলল ওই সংস্থা। অবশ্য নির্দেশিকা জারির আগেই এ দিন ওই পরীক্ষা বন্ধ রেখেছে রাজস্থান।

Advertisement

এর আগে রাজস্থান, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্য র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট নিয়ে অভিযোগ তুলেছিল। রাজ্যগুলির দাবি ছিল, ওই টেস্ট কিটগুলির রোগনির্ণয়ের ক্ষমতা অত্যন্ত কম। শতাংশের হিসাবে তা মাত্র ৫.৪। এর পরেই র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট আগামী দু’দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আইসিএমআর। ওই কিটগুলি নিয়ে তদন্তও করবে সংস্থাটি।

পশ্চিমবঙ্গে সোমবার থেকে শুরু হলেও, এ দিন র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট ব্যবহার করা বন্ধ করে দিয়েছে রাজস্থান। আইসিএমআর-এর নির্দেশের আগেই এ কথা জানিয়ে দেন মরুরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা। এ ব্যাপারে আইসিএমআর-এর গাইডলাইনও চান তিনি। তাঁর মতে, এই ধরনের পরীক্ষায় চূড়ান্ত ভাবে রোগ ধরা যায় না। সে জন্য প্রয়োজন পিসিআর পরীক্ষা।

Advertisement

আরও পড়ুন: সাহায্য পাচ্ছি না, বলল কেন্দ্রীয় দল, বৈঠকে বসলেন মুখ্যসচিব

র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট নিয়ে এ রাজ্যের গ্লোবাল অ্যাডভাইসরি কমিটির সদস্য চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় বলছেন, ‘‘কিছু কিট চিন থেকে এসেছে। তা খারাপ বেরিয়েছে। এগুলি মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয়। তা রাখা হয়েছে কিনা জানি না।’’ এর পাশাপাশিই আবার তিনি বলছেন, ‘‘যে হেতু এ রাজ্যে উপসর্গহীন রোগীর সংখ্যা বেশি, তাই র‌্যাপিড টেস্ট ছাড়া আর কোনও উপায় নেই। এই টেস্টের মাধ্যমেই প্রাথমিক ভাবে ঝাড়াই বাছাই করা যাবে। এটা আসলে স্ক্রিনিংয়ের কাজ করবে।’’

আরও পড়ুন: টানা তিন দিন হাঁটা, খিদে-তেষ্টায় বালিকার মৃত্যু গ্রামে পৌঁছনোর মুখেই

আইসিএমআর যে সব কিট রাজ্যে পাঠিয়েছে, সেগুলিতে ত্রুটি রয়েছে বলে রাজ্যের তরফে আগেই অভিযোগ করা হয়েছিল। এ বার আইসিএমআর নিজেই আপাতত দু’দিন র‌্যাপিড টেস্ট বন্ধ রাখতে বলায় বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল। ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিযেক বন্দ্যোপাধ্যায় এ দিন টুইটারে কেন্দ্রের উদ্দেশে লিখেছেন—আইসিএমআর থেকে ত্রুটিপূর্ণ কিট পাঠিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সামনে আপনারা প্রতিবন্ধকতা তৈরি করছেন। অভিষেক আরও লিখেছেন, ‘‘কোভিড-১৯ সঙ্কট মোকাবিলার নামে আপনারা বাঙালিদের জীবন নিয়ে খেলছেন।’’

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement