CSIR

CSIR: সিএসআইআর-এ এই প্রথম মহিলা ডিরেক্টর

বর্তমানে তিনি তামিলনাড়ুর কারাইকুড়িতে সিএসআইআর-সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট-এর ডিরেক্টর পদে রয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২২ ০৮:৪৩
Share:

নাল্লাথাম্বি কালাইসেলভি। পিটিআই

‘কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাসট্রিয়াল রিসার্চ’ (সিএসআইআর)-এর নতুন ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন বিজ্ঞানী নাল্লাথাম্বি কালাইসেলভি। প্রথম কোনও মহিলা দেশ জুড়ে ছড়িয়ে থাকা ৩৮টি গবেষণা কেন্দ্রের কনসর্টিয়াম সিএসআইআর-এর দায়িত্ব নিচ্ছেন।

Advertisement

লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে গবেষণার জন্য বিখ্যাত কালাইসেলভি। গত ২৫ বছরেরও বেশি সময় ধরে তিনি ইলেক্ট্রোকেমিক্যাল পাওয়ার সিস্টেম নিয়ে কাজ করছেন। বর্তমানে তিনি তামিলনাড়ুর কারাইকুড়িতে সিএসআইআর-সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট-এর ডিরেক্টর পদে রয়েছেন।

কালাইসেলভির আগে সিএসআইআর-এর ডিজি ছিলেন শেখর মান্ডে। তিনি এপ্রিল মাসে অবসর নেন। তার পর থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদ সামলাচ্ছিলেন জীবপ্রযুক্তি বিভাগের সচির রাজেশ গোখলে। বিজ্ঞানী কালাইসেলভি সিএসআইআর-এর পাশাপাশি ‘ডিপার্টমেন্ট অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাসট্রিয়াল রিসার্চ’-এর সচিবের দায়িত্বও পালন করবেন।

Advertisement

তিনি সিএসআইআর-এর অদৃশ্য সেই কাঁচের দেওয়াল প্রথম ভেঙেছিলেন ২০১৯ সালে। সে বছর ফেব্রুয়ারি মাসে সিএসআইআর-সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট-এর প্রথম মহিলা ডিরেক্টর মনোনীত হন কালাইসেলভি। তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার একটি ছোট্ট শহরের মেয়ে কালাইসেলভি এই প্রতিষ্ঠানেই বিজ্ঞানী হিসেবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement