Youtube Video

অগ্নিপথ, কাশ্মীর নিয়ে ভুয়ো খবর, ভিডিয়ো দেখানোর অভিযোগ, ইউটিউবের ৪৫টি ভিডিয়ো ‘ব্লক’ করল কেন্দ্র

সরকারি সূত্রে খবর, বেশ কিছু ভিডিয়োতে কেন্দ্রের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ছিনিয়ে নেওয়ার মিথ্যে অভিযোগ তোলা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ২০:৪৩
Share:

ফাইল চিত্র।

সমাজমাধ্যমে ঘৃণা ছড়ানোর অভিযোগে ইউটিউবের ১০টি চ্যানেলের মোট ৪৫টি ভিডিয়ো ব্লক করল কেন্দ্রীয় সরকার। ভুয়ো খবর পরিবেশন এবং বিকৃত ভিডিয়ো দেখিয়ে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করার জন্যই ইউটিউবের ভিডিয়োগুলি ব্লক করা হয় বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ধরনের ভিডিয়োর কারণে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা ঘটে সমাজে শান্তি বিঘ্নিত হতে পারে।’

Advertisement

সরকারি সূত্রে খবর, বেশ কিছু ভিডিয়োতে কেন্দ্রের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ছিনিয়ে নেওয়ার মিথ্যে অভিযোগ তোলা হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়কে নিশানা এবং গৃহযুদ্ধের ঘোষণা সংক্রান্ত ভুয়ো খবরও ছড়ানো হয়েছে। সরকারি বিবৃতিতেও বলা হয়েছে, ‘অগ্নিপথ প্রকল্প, ভারতীয় সেনাবাহিনী, দেশের নিরাপত্তা, কাশ্মীর সংক্রান্ত বিষয়ে ভুল তথ্য পরিবেশ করা হয়েছে কিছু ভিডিয়োতে। জাতীয় নিরাপত্তা এবং বিদেশি রাষ্ট্রের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃষ্টিকোণ থেকে ওই ভিডিয়োগুলি ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement