Paper Leak Scam

‘বিজেপির দুর্নীতি দেশকে দুর্বল করছে’! প্রশ্ন ফাঁস প্রসঙ্গে বললেন প্রিয়ঙ্কা

এক্স হ্যান্ডলে হিন্দি পোস্টে শুক্রবার প্রিয়ঙ্কা লিখেছেন, ‘‘গত ৫ বছরে দেশে ৪৩টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। বিজেপি শাসনে প্রশ্ন ফাঁসের ঘটনা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ জুন ২০২৪ ২০:১৩
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা (নিট)-র প্রশ্নপত্র ফাঁস ও বিক্রি এবং তার পরে প্রশ্ন ফাঁসের জেরে কলেজ শিক্ষকদের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা (নেট) বাতিলের ঘটনায় এ বার কেন্দ্রকে নিশানা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। তাঁর অভিযোগ, নরেন্দ্র মোদী সরকারের এই সব দুর্নীতির জেরে দেশ দুর্বল হচ্ছে, অনিশ্চিত হয়ে পড়ছে কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ।

Advertisement

এক্স হ্যান্ডলে হিন্দি পোস্টে শুক্রবার প্রিয়ঙ্কা লিখেছেন, ‘‘গত পাঁচ বছরে দেশে ৪৩টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। বিজেপি শাসনে প্রশ্ন ফাঁসের ঘটনা আমাদের দেশের একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত তাতে কোটি কোটি যুবকের ভবিষ্যৎ নষ্ট হয়েছে।’’ প্রসঙ্গত, বৃহস্পতিবার রাহুল গান্ধী বলেছিলেন, ‘‘মোদী সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় বিজেপি, আরএসএসের মধ্যমেধার অযোগ্য লোকেদের বসানোর ফলেই এমন ঘটনা ঘটছে।’’ শুক্রবার প্রিয়ঙ্কার মন্তব্য, ‘‘বিজেপির দুর্নীতি দেশকে দুর্বল করছে।’’

প্রিয়ঙ্কা এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘ভারত বিশ্বের তরুণতম দেশ। আমাদের যুব জনসংখ্যা সবচেয়ে বেশি। আমাদের যুবসমাজকে দক্ষ ও যোগ্য করার পরিবর্তে বিজেপি সরকার তাদের দুর্বল করে দিচ্ছে। কোটি কোটি প্রতিশ্রুতিবান শিক্ষার্থী দিনরাত পড়াশোনা করে, বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুত হন এবং তাঁদের বাবা-মায়েরা সবটুকু সামর্থ্য দিয়ে পড়াশোনার ব্যয় বহন করেন। এর পর সেই তরুণ-তরুণীরা বছরের পর বছর ধরে শূন্যপদের জন্য অপেক্ষা করেন। যখন একটি শূন্যপদ আসে, সেখানে ফর্ম পূরণের খরচ, পরীক্ষায় বসতে যাওয়ার জন্য খরচ করেন। কিন্তু শেষ পর্যন্ত দুর্নীতির কারণে তাঁদের পুরো প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement