ফাইল চিত্র।
কোভিডের তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় গত মাসে কেন্দ্রীয় সরকার প্রায় ২৩ হাজার কোটি টাকার ‘জরুরি তহবিল’ ঘোষণা করেছিল। তার মধ্যে প্রায় ৭,৩০০ কোটি টাকা আজ মঞ্জুর করা হল।
কেরল, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে কোভিডের সংক্রমণ বাড়তে শুরু করেছে। দ্বিতীয় ঢেউয়ের সময়ে অক্সিজেন, কোভিডের চিকিৎসার ইঞ্জেকশন, ওষুধের অভাব ইত্যাদি নিয়ে মোদী সরকারকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। সরকারি সূত্রের দাবি, তৃতীয় ঢেউ এলে যাতে অক্সিজেনের অভাব না হয়, তার জন্য নতুন ১,৭৫৫টি অক্সিজেন প্ল্যান্ট অগস্ট মাসের মধ্যেই কাজ শুরু করে দেবে। প্রায় ৩৫০ অক্সিজেন প্ল্যান্ট ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।
তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় মোট ২৩,১২৩ কোটি টাকার মধ্যে প্রায় ১৪,৭৪৪ কোটি টাকা কেন্দ্রের দেওয়ার কথা। বাকিটা রাজ্যের। জুলাইয়ের শেষে ১৫% অর্থ মঞ্জুর করেছিল কেন্দ্র। শুক্রবার আরও ৩৫% অর্থ মঞ্জুর করা হয়েছে। দুই মিলিয়ে কোভিড প্যাকেজের অর্ধেক অর্থ মঞ্জুর হয়ে গেল। সরকারি সূত্রের বক্তব্য, এই অর্থ কী ভাবে, কোথায় খরচ হবে, তার প্রস্তাব রাজগুলির থেকে এসেছে। তাতে কেন্দ্রের ছাড়পত্রও দেওয়া হয়ে গিয়েছে। অক্সিজেন প্ল্যান্ট ছাড়াও এই অর্থে আরটি-পিসিআর কিট কেনা, পরীক্ষাগার তৈরি, শিশুদের জন্য ওষুধ, ভেন্টিলেটর কেনা হচ্ছে। আইসিইউ বেডের বন্দোবস্ত হচ্ছে। প্রায় ৫০ লক্ষ রেমডেসিভিয়ার ইঞ্জেকশন মজুতও করা হয়েছে।