Coronavirus in India

সামান্য বাড়ল দৈনিক আক্রান্ত, তবে টানা দু’দিন ৫ শতাংশের নীচে থাকল সংক্রমণের হার

প্রায় ২ মাস পর মঙ্গলবার দেশের দৈনিক সংক্রমণ নেমেছিল ৯০ হাজারের নীচে। বুধবার তা একটু বেড়ে সাড়ে ৯২ হাজার ছাড়াল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ০৯:২৮
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

প্রায় ২ মাস পর মঙ্গলবার দেশের দৈনিক সংক্রমণ নেমেছিল ৯০ হাজারের নীচে। বুধবার তা ফের ৯০ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৫৯৬ জন। এই বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ কোটি ৯০ লক্ষ। গত দু’দিন ধরে আক্রান্ত ১ লক্ষের নীচে থাকলেও দৈনিক মৃত্যু ২ হাজারের উপরেই থাকছে। গত ২৪ ঘণ্টাতেও দেশে প্রাণ হারিয়েছেন ২ হাজার ২১৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গোটা অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হল ৩ লক্ষ ৫৩ হাজার ৫২৮ জনের। মোট মৃতের সংখ্যায় আমেরিকা এবং ব্রাজিলের পরই রয়েছে ভারত।

Advertisement

তিন সপ্তাহেরও বেশি সময় ধরে রোজ যত লোক দেশে নতুন করে আক্রান্ত হচ্ছেন, তার থেকে সুস্থ হচ্ছেন অনেক বেশি। এর জেরে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ৭২ হাজারেরও বেশি। আপাতত দেশে সক্রিয় রোগী রয়েছেন ১২ লক্ষ ৩১ হাজার ৪১৫ জন। এর পাশাপাশি দেশের দৈনিক সংক্রমণের হারও কমছে। গত দু’দিন ধরে তা ৫ শতাংশের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৯ লক্ষ ৮৫ হাজারেরও বেশি।

কোভিডের দ্বিতীয় ঢেউ স্থিমিত হওয়ার সময়ে গতি পেয়েছে করোনা টিকাকরণও। গত ২৪ ঘণ্টায় সাড়ে ২৭ লক্ষের বেশি জন টিকা পেয়েছেন। জানুয়ারিতে শুরু হওয়ার পর দেশে মোট টিকা দেওয়া হয়েছে ২৩ কোটি ৯০ লক্ষের বেশি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement