দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।
দু’দিন ১০ হাজারের ঘরে থাকার পর সোমবার ফের ১১ হাজারের ঘরে রইল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৫১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৪৩ লক্ষ ৬৬ হাজার ৯৮৭।
আক্রান্তের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৬৬ জনের। এর মধ্যে ২০১ জনের মৃত্যু হয়েছে কেরলে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৬১ হাজার ৫৭ জন। দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় কমতে শুরু করেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে প্রায় দু’হাজার। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৪২ হাজার ৮২৬ জন।
রাজ্যগুলিতেও নিয়ন্ত্রণেই রয়েছে সংক্রমণ। কেরলে দৈনিক সংক্রমণ নেমেছে সাত হাজারের ঘরে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় তা এক হাজারের নীচে নেমেছে। তামিলনাড়়ু এবং পশ্চিমবঙ্গেও তা এক হাজারের নীচেই রয়েছে। কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে ৫০০-র নীচে নেমেছে দৈনিক সংক্রমণ।