Coronavirus in India

COVID in India: প্রায় সাড়ে ছ’মাস পর আড়াই লক্ষের নীচে নামল সক্রিয় রোগীর সংখ্যা

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৮ লক্ষ ৭১ হাজার ৮৮১।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২১ ০৯:৫৮
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

মঙ্গলের পর বুধবারেও দেশের দৈনিক কোভিড সংক্রমণ থাকল ২০ হাজারের নীচেই। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৩৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৮ লক্ষ ৭১ হাজার ৮৮১।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে দৈনিক আক্রান্ত নিয়ন্ত্রণে থাকায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ছ’হাজারের বেশি। এর জেরে আড়াই লক্ষের নীচে নামল সক্রিয় রোগীর সংখ্যা। এ বছর ১৭ মার্চ শেষ বার সক্রিয় রোগী ছিল আড়াই লক্ষের নীচে। অতিমারির দ্বিতীয় ঢেউ দেশ জুড়ে আছড়ে পড়তেই তা বাড়তে শুরু করে। সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই ফের কমছে তা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ৪৬ হাজার ৬৮৭ জন।

Advertisement

দৈনিক মৃত্যুও গত ছ’দিন ধরেই রয়েছে ৩০০-র নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৭৮ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৪৯ হাজার ৫৩৮ জন কোভিড রোগী।

দৈনিক আক্রান্ত দেশের মধ্যে সবথেকে বেশি কেরলে। তবে গত দু’দিন আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নীচে নেমেছে দক্ষিণের এই রাজ্যে। মহারাষ্ট্রেও আড়াই হাজারের নীচে রয়েছে আক্রান্ত। তামিলনাড়ুতে তা দেড় হাজারের আশপাশে থাকলেও কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে তা হাজারের নীচে নেমেছে। তবে মিজোরামের অবস্থা এখনও একই রকম। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ১ হাজার ৪৭১।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement