Coronavirus in India

COVID in India: তিন দিন পর ফের ১০ হাজারের ঘরে দৈনিক সংক্রমণ, মৃত্যু বাড়ল কেরলে

দৈনিক সংক্রমণ কমলেও বেড়েছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৯২ জনের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২১ ০৯:৪৮
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

ফের ১০ হাজারের ঘরে নেমে গেল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। মঙ্গলবারও ১০ হাজারের নীচে ছিল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, ৩ কোটি ৪৩ লক্ষ ৪৪ হাজার ৬৮৩ জন দেশে মোট আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

Advertisement

দৈনিক সংক্রমণ কমলেও বেড়েছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৯২ জনের। এর মধ্যে ৩১৪ জনই কেরলের। গত ২৪ ঘণ্টায় কেরলে মৃত্যু বৃদ্ধিতে বেড়েছে দেশেরও দৈনিক মৃত্যুও। দেশের বাকি রাজ্যগুলিতে যদিও মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণেই রয়েছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে দৈনিক মৃত্যু দশের বেশি। বাকি সব রাজ্যে তা দশের কম।

আক্রান্তের সংখ্যা কম হওয়ায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী কমেছে প্রায় দু’হাজারের কাছাকাছি। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৪৬ হাজার ৯৫০ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement