Coronavirus in India

৫০ দিন পর দেশে দৈনিক আক্রান্ত প্রায় দেড় লক্ষ, মৃত্যু কমলেও ৩ হাজারের বেশিই

করোনাভাইরাসের জেরে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যাও গত কয়েকদিনের তুলনায় কমেছে। কিন্তু এখনও তা ৩ হাজারের বেশিই রয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মে ২০২১ ০৯:৪০
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এল দেড় লক্ষের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৭৩৪ জন। এই সংখ্যক আক্রান্ত শেষবার ছিল ১১ এপ্রিল। অর্থাৎ প্রায় ৫০ দিন পর দেশের আক্রান্ত নেমে এল দেড় লক্ষের কাছাকাছি। কোভিডে দৈনিক মৃতের সংখ্যাও গত কয়েকদিনের তুলনায় কমেছে। কিন্তু এখনও তা ৩ হাজারের উপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ১২৮ জনের।

Advertisement

রাজ্যে রাজ্যে আক্রান্ত কম হতেই দেশে দৈনিক আক্রান্ত কমতে শুরু করেছে। দেড় মাসেরও বেশি সময় পর মহারাষ্ট্রের আক্রান্ত ২০ হাজারের নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬০০ জন। কর্নাটক এবং কেরলেও তা যথাক্রমে ২০ হাজার ৩৭৮ এবং ১৯ হাজার ৮৯৪ জন। দু’সপ্তাহেরেও বেশি সময় পর তামিলনাড়ুর দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৮৬৪ জন। অন্ধ্রপ্রদেশেও আক্রান্ত নেমেছে ১৩ হাজারের ঘরে। পশ্চিমবঙ্গে ১১ হাজারের ঘরে। ওড়িশাতেও দৈনিক সংক্রমণ হচ্ছে ১০ হাজারের কম। অসমে তা সাড়ে ৩ হাজারের কম এবং পঞ্জাবে তা আড়াই হাজারের আশপাশে। এছাড়া উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশে, তেলঙ্গানা, বিহার, হরিয়ানার মতো রাজ্যে দৈনিক আক্রান্ত ২ হাজারে নীচে নেমেছে। দিল্লি, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশে ১ হাজারের কম মানুষ আক্রান্ত হচ্ছেন গত কয়েকদিন ধরেই।

এই সংক্রমণ হ্রাসের জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। কমতে কমতে তা হয়েছে ২০ লক্ষ ২৬ হাজার ৯২ জন। গত ২৪ ঘণ্টায় দেশের সংক্রমণের হারও রয়েছে ১০ শতাংশের নীচে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement