Coronavirus in India

COVID in India: কেরলে কমেছে আক্রান্ত, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত ৩০ হাজারের বেশি, মৃত ৩৫০

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৭ লক্ষ ৬৮ হাজার ৮৮০ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২১ ১০:০২
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

টানা পাঁচ দিন ৪০ হাজারের বেশি থাকার পর, মঙ্গলবার কমল দেশের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন। সোমবারের তুলনায় যা প্রায় ১২ হাজার কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৭ লক্ষ ৬৮ হাজার ৮৮০ জন।

দৈনিক আক্রান্তের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৫০ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩৮ হাজার ৫৬০ জনের। গত ২৪ ঘণ্টায় সাড়ে পাঁচ হাজারেরও বেশি সক্রিয় রোগী কমেছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৭০ হাজার ৬৪০ জন।

Advertisement

কেরলে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কম হওয়ায় কমেছে দেশের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের ওই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬২২ জন। কেরলের পাশাপাশি মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশেও গত ২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement