Coronavirus in India

COVID in India: আমেরিকা, ব্রাজিলের পর ভারতে মোট মৃত্যু ৪ লক্ষ ছাড়াল, দৈনিক আক্রান্ত ৪৫ হাজারের বেশিই

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের নীচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় তা ২.৪৮ শতাংশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ০৯:৫৫
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

কোভিড অতিমারি পর্বে দেশের মোট মৃত্যু ৪ লক্ষ ছাড়িয়ে গেল। গত বছর থেকে করোনাভাইরাস ভারতে মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩১২ জনের। আমেরিকা এবং ব্রাজিলের পর ভারতে করোনার জেরে মৃত্যু ৪ লক্ষ ছাড়াল। ব্রাজিলে তা ৫ লক্ষ ছাড়িয়েছে এবং আমেরিকায় ৬ লক্ষ। তবে শুক্রবার দেশের দৈনিক মৃত্যু হাজারের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। গত ২৪ মে দেশের মোট মৃত্যু ৩ লক্ষ ছাড়িয়েছিল। অর্থাৎ গত ১ লক্ষ কোভিড রোগীর মৃত্যু হয়েছে মাত্র ৩৮ দিনে।

Advertisement

বৃহস্পতিবাররে তুলনায় শুক্রবার দেশের দৈনিক সংক্রমণ হাজার দু’য়েক কম রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার ২৫১ জন।

তবে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় তা ২.৪৮ শতাংশ। সেই সঙ্গে অব্যাহত সক্রিয় রোগীর সংখ্যা কম হওয়া। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৫ লক্ষ ৯ হাজার ৬৩৭ জন। দেশে এখনও অবধি টিকা দেওয়া হয়েছে ৩৪ কোটির বেশি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement