দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।
দেশের দৈনিক কোভিড সংক্রমণ বৃহস্পতিবারের তুলনায় কমলেও, দৈনিক মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৪৮ জন। বৃহস্পতিবার তা ১৬ হাজার ছাড়িয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪২ লক্ষ ৪৬ হাজার ১৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮০৫ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৭ হাজার ১৯১ জনের। দেশের গত কয়েক দিনে দৈনিক মৃত্যু অনেকটা বেড়েছে। এবং এই মৃত্যুর সিংহভাগই হচ্ছে কেরলে। দেশের বাকি রাজ্যগুলিতে মৃত্যু নিয়ন্ত্রণেই রয়েছে। ৮০৫ জনের মধ্যে কেরলেই মৃত্যু হচ্ছে ৭০৮ জনের।
সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর থেকেই দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কমতে কমতে তা দু’লক্ষের নীচে নেমেছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৬১ হাজার ৩৩৪ জন।