Coronavirus Update

COVID in India: ২০১ দিন পর ২০ হাজারের নীচে নামল দেশের দৈনিক আক্রান্ত, মৃত্যুও কমে ২০০-র নীচে

সংক্রমণ কমতেই দেশে কমতে শুরু করেছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ৯২ হাজার ২০৬ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ ১০:১৩
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

২০ হাজারের নীচে নামল দেশের দৈনিক সংক্রমণ। ২০১ দিন পর দেশে আক্রান্তের সংখ্যা এতটা কম হল। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৯৫ জন। ১০ মার্চ দৈনিক সংক্রমণ ছিল ১৭ হাজার ৯২১। তার পর ধীরে ধীরে বাড়তে বাড়তে মে মাসে এক দিনে চার লক্ষাধিক আক্রান্ত হয়েছেন দেশে। এত দিন পর তা ফের কমল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৬ লক্ষ ৯৭ হাজার ৫৮১।

Advertisement

সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও কমেছে মঙ্গলবার। গত ২৪ ঘণ্টায় কোভিডের কারণে দেশে প্রাণ হারিয়েছেন ১৭৯ জন। প্রায় ছ’মাস পর দৈনিক মৃত্যু ২০০-র নীচে নামল। ২৩ মার্চের শেষ বার দৈনিক মৃত্যু ২০০-র নীচে ছিল। কোভিডের দ্বিতীয় ঢেউ যখন চরমে, তখন তা চার হাজার ছুঁয়েছে। গত কয়েক মাস ধরেই তা ৫০০-র নীচেই ঘোরাফেরা করছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, অতিমারিতে দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৭ হাজার ৩৭৩ জনের।

সংক্রমণ কমতেই দেশে কমতে শুরু করেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ৭ হাজার ৪১৪ জন। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ৯২ হাজার ২০৬ জন। দেশের মধ্যে সবচেয়ে বেশি লোক আক্রান্ত হচ্ছেন কেরলে। মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ নিয়ন্ত্রণেই রয়েছে দৈনিক সংক্রমণ। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং‌ অসমেও অনেক দিনই তা ৫০০-র আশপাশে ঘোরাফেরা করছে। তবে মিজোরামের পরিস্থিতি এখনও লাগামছাড়া। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৪৬ জন আক্রান্ত হয়েছেন উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement