Coronavirus in India

COVID in India: ১ জুলাইয়ের পর দেশে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ, সক্রিয় রোগীর সংখ্যা ফের সাড়ে ৩ লক্ষ ছাড়াল

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৫৯ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় দু’হাজার বেশি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২১ ১০:১৪
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

দেশের দৈনিক সংক্রমণ ফের ৪৬ হাজার ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৫৯ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় দু’হাজার বেশি। এ বছর ১ জুলাইয়ের পর এক দিনে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি আক্রান্ত হলেন দেশে। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৬ লক্ষ ৪৯ হাজার ৯৪৭।

আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যুও শনিবার ৫০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫০৯ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩৭ হাজার ৩৭০ জনের।

Advertisement

গত চার দিন ধরেই দেশে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে প্রায় ১৪ হাজার ৮৭৬ জন। এই বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ফের সাড়ে ৩ লক্ষ ছাড়িয়ে গেল। শনিবার দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৫৯ হাজার ৭৭৫ জন।

শনিবার দেশের দৈনিক আক্রান্তের সিংহভাগই হয়েছে কেরলে। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৮০১ জন। গত একমাসেরও বেশি সময় ধরে দেশের মধ্য়ে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছিল কেরলে। কিন্তু ওনাম শুরু হতেই কেরলের পরিস্থিতি লাগামছাড়া হয়েছে। তবে মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কমে হয়েছে ৪ হাজার ৬৫৪। এর পর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৫৪২), অন্ধ্রপ্রদেশ (১,৫১৫), কর্নাটক (১,৩০১), মিজোরাম (৮৮৬), ওড়িশা (৮১৬) এবং পশ্চিমবঙ্গ (৭০৩)। বাকি রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫০০-র কম। তবে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement